• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এশিয়ান গেমস

ভিয়েতনামের কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪১
স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমস ফুটবলে নারীদের খেলায় দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে পাত্তা পেলো না বাংলাদেশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) ওয়েংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে ৬-১ গোলের হারে অসহায় আত্মসমর্পণ করেছে সাবিনা-সানজিদারা।

ম্যাচ ঘড়ির ৫ মিনিটে ভিয়েতনাম গোলের খাতা খুলতে শুরু করে। পম হায় বক্সের মাথায় একা রুপনাকে কাটিয়ে বল জড়িয়ে দেন জালে। এনগুয়েন থি গোলকিপারের ওপর দিয়ে ঠিকানা খুঁজে পান, ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়।

তান থি ৬৫ মিনিটে তান থি ভিয়েতনামের স্কোর ৩-০ করেন। ৭১ মিনিটে এনগুয়েন চতুর্থ গোল করে ব্যবধান আরও বাড়ান। ভিয়েতনাম ৭৮ ও ৮০ মিনিটে আরো দু’টি গোল করে বাংলাদেশকে বড় হারের তিক্ত স্বাদ দেয়। খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশ গোলের দেখা পায়।

৮৭ মিনিটে পেনাল্টি থেকে মাসুরা পারভিন সান্ত্বনাসূচক গোল করেন।

এদিকে প্রথম ম্যাচে জাপানের কাছে উড়ে গিয়েছিলো বাংলাদেশ। সেই সাথে টানা দুই হারে সাইফুল বারী টিটুর দলের বিদায় নিশ্চিত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর গ্রুপে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

এশিয়ান গেমস,বাংলাদেশ,ভিয়েতনাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close