• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারত যাওয়ার অনুমতি পেলো পাকিস্তান ক্রিকেট দল

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ খেলতে যাওয়ার ৪৮ ঘণ্টার কম সময়ের আগে ভারতের ভিসা পেলো পাকিস্তান ক্রিকেট দল। ‘ভারতের ভিসা হচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের’- খবরটা চাউর হওয়ার পরই বিস্ময় তৈরি হয়। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র পক্ষ থেকে হতাশার কথা জানিয়ে আইসিসির কাছে চিঠি লিখা হয়। এরপরই ভারতের ভিসা পেলেন বাবর আজমরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুবাই হয়ে হায়দরাবাদে পৌঁছাবে পাকিস্তান। সেখানে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন বাবর আজমরা। তাদের ভিসা দেওয়ার কথা নিশ্চিত করেছে আইসিসি। পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে খেলোয়াড়দের পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে।

ভিসা দিতে দেরি করায় পিসিবি লিখিতভাবে আইসিসির কাছে তাদের অসন্তোষের কথা জানায়। এর কয়েক ঘণ্টা পর সোমবার রাতের দিকে জটিলতার অবসান হয়।

ভারতীয় সরকারের একজন মুখপাত্র জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেন, সরাষ্ট্রমন্ত্রণালয় ভিসার জন্য নিরাপত্তা ছাড়পত্র দিয়েছে।

আইসিসির আমন্ত্রণপত্র পাওয়ার পর আগস্টের শেষ দিক থেকে ভিসা পাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে পিসিবি। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে সেটা জমা দিয়ে ভিসার আবেদন করে বোর্ড। তবে পাকিস্তান দল এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় থাকায় তাদের পাসপোর্ট জমা দিতে পারেনি। সেজন্য ওই আবেদন বাতিল করা হয়েছিলো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দল,ক্রিকেট,পাকিস্তান,ভারত,অনুমতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close