• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৬
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। ভারতে পা রাখার পর সাকিবদের ফুল দিয়ে বরণ করা হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৬ মিনিটে এ সংক্রান্ত এক মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, বাংলাদেশ গোয়াহাটিতে পৌঁছেছে।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেয় টাইগাররা। বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে ভারত যান সাকিব-মুশফিকরা। দলের খেলোয়াড়রা সবাই গেছেন একই ফ্লাইটে।

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের সব সদস্যও দলের সঙ্গে গেছেন। একই ফ্লাইটে ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।

২৯ সেপ্টেম্বর, গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধু একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা।

বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ওখান থেকে রওয়ানা হবে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশ্যে।

৫ অক্টোবর শুরু এবারের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায়।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। কোমরের ইনজুরিতে ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতেই তার ওই পুরোনো ব্যথা ফিরে আসে। বিশ্বকাপে খেলার জন্য তামিম পুরোপুরি ফিট না হওয়ায় তাকে দলে নেওয়া হয়নি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দল,ভারত,বাংলাদেশ,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close