• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাকিব-তামিমের পর মুখ খুললেন নাফিস

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮
স্পোর্টস ডেস্ক

তামিম ইকবালের ক্রিকেট বিশ্বকাপ দলে না থাকা নিয়ে নাটক, ভিডিও বার্তায় তার অবস্থান পরিষ্কার, সাকিব আল হাসানের আলোচিত সাক্ষাৎকারের পর এবার জাতীয় দলের টিম অপারেশনস ম্যানেজারের পদ থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন নাফিস ইকবাল।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান নাফিস ইকবাল কয়েক বছর ধরেই জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। লজিস্টিক ম্যানেজার হিসেবে ২৬ সেপ্টেম্বর সকালেও জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। সেদিন নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের দল। মিরপুরে সেই ম্যাচ চলাকালেই ড্রেসিংরুম ছেড়ে বাসায় চলে যান নাফিস।

এবার সেই ঘটনার বিস্তারিত ব্যাখা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

জানা গেছে, অধিনায়ক সাকিবের চাওয়ায় বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজার থেকে বাদ দেওয়া হয় নাফিসকে। সে জন্য মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন দায়িত্ব বুঝিয়ে ড্রেসিংরুম ছাড়েন নাফিস। ম্যাচের মধ্যে চলে যাওয়ায় তামিম ইকবালের বড় ভাইয়ের এই আচরণকে ‘অপেশাদারিত্ব’ বলে মন্তব্য করেন সাকিব।

এরপর বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে নাফিস লিখেছেন, আমি স্পষ্ট করতে চাই যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের সময় আমার জাতীয় দল ছাড়ার পদক্ষেপটি আবেগের বাইরে ছিলো। কারণ ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের দিন সকালে আমাকে জানানো হয়েছিলো, আমি বিশ্বকাপে দলের সঙ্গে টিম ম্যানেজার হিসেবে থাকবো না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও এমন ঘটনা ঘটেছিলো। আমিও মানুষ এবং অন্য সবার মতো আমারও আত্মসম্মান আছে।

নাফিস সেখানে আরো লিখেছেন, নিজ থেকে পদত্যাগ করেননি তিনি। তাকে দায়িত্ব ছাড়তে বলে হয়েছিল। ছোট ভাই তামিম ইকবালের চলমান পরিস্থিতির সঙ্গেও তার এই পদক্ষেপের কোনো সম্পর্ক নেই বলে জানান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সাকিব-তামিম,নাফিস ইকবাল,ক্রিকেট,বিশ্বকাপ,সাকিব আল হাসান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close