• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শিরোপা ঘরে তুলতে প্রস্তুত দ. আফ্রিকা: রাবাদা

প্রকাশ:  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৬
স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে দক্ষিণ আফ্রিকা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির পেসার কাগিসো রাবাদা। তার বিশ্বাস, ভারতে আয়োজিত এবারের বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা।

সম্প্রতি আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

কাগিসো রাবাদা বলেন, প্রথমবারের মতো তারা শিরোপা ঘরে তুলতে প্রস্তুত। এবার তাদের ইতিহাস রচনা করার সময় হয়েছে বলেও মনে করেন ডানহাতি এই পেসার।

এখন পর্যন্ত কোনো বিশ্বকাপে তারা সেমিফাইনালের বাধা টপকাতে পারেনি। তবে এবার তারা টুর্নামেন্টের একেবারে চূড়ান্ত পর্যায়ে যেতে চায়, করতে চায় বিশ্বজয়।

সাক্ষাৎকারে রাবাদা বলেন, দক্ষিণ আফ্রিকার একটি জিনিস কখনো ঘাটতি ছিলো না, সেটা হলো বিশ্বাস। তারা কখনো আত্মবিশ্বাসহারা হয় না। তাই আমরা টুর্নামেন্টে সেই বিশ্বাস নিয়েই যাচ্ছি যে আমরা এটা জিততে পারি।

‘আমাদের সামর্থ্যবান খেলোয়াড় রয়েছে। আমি আশা করছি, আমরা এবার প্রথমবারের মতো ফাইনাল খেলবো এবং বিশ্বকাপ জিতবো। এটি কঠিন হতে যাচ্ছে। তবে এটি বেশ উপভোগ্যও হবে। বিশ্বের সেরা খেলোয়াড়দের একে অপরের বিপক্ষে খেলবে, তারা একটি ট্রফির জন্য লড়বে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি’।

দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত চারবার সেমিফাইনালে খেলেছে। সবশেষ ২০১৯ বিশ্বকাপের সেমিতে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। শেষ বলের হারে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স-ডেল স্টেইনরা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শিরোপা,ঘর,কাগিসো রাবাদা,পেসার,দক্ষিণ আফ্রিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close