• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ওয়ানডে বিশ্বকাপ

শেষ প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ:  ০২ অক্টোবর ২০২৩, ১৪:০৬ | আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৪:৩৪
স্পোর্টস ডেস্ক

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

সোমবার (২ অক্টোবর) ভারতের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

গা গরমের ম্যাচে নির্ধারিত একাদশ থাকে না। ব্যাটাররা ব্যাটিং ঝালিয়ে নেন। বোলাররা বল করে প্রস্তুতি সারেন। সেক্ষেত্রে একজন ব্যাটিং করলেও তার ফিল্ডিং বা বোলিং করতে হবে এমন বিধি-নিষেধ নেই।

অনুশীলনে চোট পাওয়ায় শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। ইংলিশদের বিপক্ষেও তার মাঠে নামার সম্ভাবনা কম। তবে ফিরেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্ত। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে এশিয়া কাপ থেকে ফিরেছিলেন তিনি। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিরে নেতৃত্বও দেন এই টপ অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অবশ্য রাখা হয়নি তাকে। তবে আজ অধিনায়ক হিসেবে ইংলিশদের বিপক্ষে টস করতে নামেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৪২ ওভারেই লঙ্কানদের করা ২৬৪ রান তাড়া করে জিতেছে ৫ উইকেটের ব্যবধানে। রান পেয়েছেন দুই ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাস।

আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ মিশন হবে।

ইংল্যান্ড (ব্যাটিং একাদশ, ফিল্ডিং একাদশ):

ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, স্যাম কুরান, ডেভিড উইলি, আদিল রশিদ, রিস টপলে, মার্ক উড, গাস অ্যাটকিনসন।

বাংলাদেশ (ব্যাটিং একাদশ, ফিল্ডিং একাদশ)

তানজিদ হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ওয়ানডে বিশ্বকাপ,বাংলাদেশ,ব্যাটিং,টস,প্রস্তুতি ম্যাচ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close