• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

৩৭ ওভারে বাংলাদেশ তুললো ১৮৮

জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ১৯৭ রান

প্রকাশ:  ০২ অক্টোবর ২০২৩, ২১:২৬
স্পোর্টস ডেস্ক

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩৭ ওভারের ম্যাচে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ৭৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। যদিও বৃষ্টি আইনে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ১৯৭ রান।

সোমবার (২ অক্টোবর) গোয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।

টস জিতে আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই লিটন দাসকে হারায় টাইগাররা। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক শান্তও ফিরে যান মাত্র ২ রান করে। তবে মিরাজকে নিয়ে দলের হাল ধরেন তানজিদ তামিম। তবে ৫২ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৪৫ রানে আউট হন তামিম।

তামিমের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন মেহেদী মিরাজ এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে আদেল রশিদের গুগলিতে বোল্ড হয়ে আউট হন মুশফিক। মুশফিকের(৮) পর সাজঘরে ফিরেন মাহমুদউল্লাহও (১৮)। এর আগে ৬২ বলে ফিফটি তুলেছেন মিরাজ।

এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে প্রায় ঘন্টা তিনেক। এরপর খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। খেলা শুরু হতেই একে একে ফিরেছেন হৃদয়, মিরাজ, নাসুম ও মাহেদী।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,ওভার,রান,ইংল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close