• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ওয়ানডে বিশ্বকাপ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০২৩, ১০:৩৫ | আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১১:৩৫
স্পোর্টস ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে একাদশে তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এর মধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ, ৬টিতে আফগানিস্তান। এমনকি শেষ দশ লড়াইয়েও এগিয়ে আছে বাংলাদেশ। শেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় ৬টিতে, আফগানদের জয় ৪টিতে।

ওয়ানডেতে দু’দলের সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ জিতেছে দুই ম্যাচ, আফগানিস্তান তিনটি। বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ জিতে গেছে আফগানিস্তান। তবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে আফগানদের স্রেফ উড়িয়ে দিয়ে সেই বদলা ভালোভাবেই নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হামশতমউল্লাহ শহীদী, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজািই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকী।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলদেশ,টস,ফিল্ডিং,আফগানিস্তান,ওয়ানডে বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close