• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ওয়ানডে বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে ভারত

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০২৩, ১৪:০৩ | আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৪:৪৯
স্পোর্টস ডেস্ক

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে ‘সুপার সানডে’তে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

ইনজুরি শঙ্কায় একাদশে নেই অলরাউন্ডার মার্কাস স্টইনিস। অন্যদিকে ইনফর্ম ওপেনার শুভমান গিলকে ছাড়াই নেমেছে ভারত। ডেঙ্গু জ্বরের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না তিনি।

আজ উভয় দল নামবে নিজেদের মুখোমুখি দেখায় ১৫০তম ম্যাচে। আগের ১৪৯ ম্যাচে অবশ্য আধিপত্য অস্ট্রেলিয়ারই। ৮৩ ম্যাচেই বিজয়ী হাসি হেসেছে হলুদ দলটা৷ ভারত জিতেছে ৫৬ ম্যাচে। ফলাফল আসেনি ৯ বার। এমনকি ভারতের মাটিতেও ভারতের থেকে বেশি জয় অস্ট্রেলিয়ার। ৭০ বারের দেখায় ৩৩ বার হেসেছে অস্ট্রেলিয়া, ৩২ জয় ভারতের। ফলাফল আসেনি ৫ ম্যাচে।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ওয়ানডে বিশ্বকাপ,ভারত,অস্ট্রেলিয়া,ফিল্ডিং,টস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close