• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

ওয়ানডে বিশ্বকাপ

সকালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশ:  ১০ অক্টোবর ২০২৩, ০১:২৮
স্পোর্টস ডেস্ক

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

ম্যাচের পরিসংখ্যানে ইংল্যান্ডই এগিয়ে। ওডিআই’তে বাংলাদেশের বিপক্ষে ২৪ ম্যাচে মুখোমুখি হয়ে ১৯টি ম্যাচে জয় আছে দলটির। অন্যদিকে পরাজয়ের সংখ্যা মাত্র ৫ ম্যাচে। সেই ৫টি জয়ই বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। সর্বশেষ জয়টিও এই বছর, ঘরের মাটিতে জিতেছিলো বাংলাদেশ।

গত ৪ বিশ্বকাপে একবার করে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ২০০৭ সালে বার্বাডোজে প্রথম দেখায় পরাজিত দল ছিলো বাংলাদেশ। তবে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে জয়ের দেখা পায় লাল-সবুজের দল। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে ছিলো জয়ের পাল্লা। ফলে বিশ্বকাপে মোট ৪ দেখায় ২-২ অবস্থানে আছে বাংলাদেশ ও ইংল্যান্ড।

বাংলাদেশ দলের স্পিনে বরাবরই বেশ কাবু হতে দেখা যায় ইংল্যান্ডকে। চট্টগ্রামে খেলা সর্বশেষ ওয়ানডে ম্যাচেও সাকিব আল হাসানের পকেটে ছিলো ৪ উইকেট। আগামীকাল ঝরঝরে নতুন পিচে ম্যাচ অনুষ্ঠিত হবে। যতদূর জানা যায়, পেসারদের পাশাপাশি স্পিনাররাও বেশ পিচের ফায়দা তুলবে।

বাংলাদেশ দলে অতিরিক্ত একজন স্পিনার দেখার সুযোগ থাকছে আজকের ম্যাচে। সেক্ষেত্রে শেখ মেহেদী বা নাসুম আহমেদ যুক্ত হতে পারেন একাদশে। এমতাবস্থায় বাদ পড়তে পারেন কোনো স্বীকৃত ব্যাটসম্যান।

দলের স্পিনে জোর দেওয়ার পাশাপাশি পেসারদের জন্য ভালো করার সুযোগ থাকবে ধর্মশালার নতুন উইকেটে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ তার গতি ও লেংথ দিয়ে ইংল্যান্ড ব্যাটারদের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন যেকোনো সময়। পাশাপাশি মুস্তাফিজুর রহমান ডেথ ওভারের বোলিংয়ে ভালো করার পাশাপাশি নতুন বলেও চমক দেখাচ্ছেন। তাকে খেলাও সহজ হবে না ইংলিশ ব্যাটারদের জন্য।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় লাভ করে কিছুটা নির্ভার আছে বাংলাদেশ দল। পাশাপাশি সর্বশেষ সিরিজে ঘরের মাঠে ওডিআইতে ২-১ এ পরাজিত হলেও, টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তাই স্মৃতির পাতা বেশ মসৃণই বলা চলে সাকিবের দলের জন্য।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পরাজয় গুনেছে ইংল্যান্ড। গতবারের রানার-আপ দল নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে তারা। যদিও সেটা মাত্র প্রথম ম্যাচ ছিল, তবুও কিছুটা চাপ থাকে। সেই চাপ হয়তো ইংলিশ শিবিরে কিছুটা হলেও থাকছে দ্বিতীয় ম্যাচের আগেও।

পাশাপাশি বাংলাদেশ দলের বিপক্ষে খুব একটা নির্ভার হওয়ার সুযোগ নেই ইংল্যান্ডের। সর্বশেষ ওডিআই ম্যাচে পরাজয়, ২০১৯ এর আগে বিশ্বকাপে দুই বারের দেখায় দুই বারই পরাজয়ের রেকর্ড তো আছেই। এই পরিসংখ্যানগুলো সুখকর নয় ইংলিশদের জন্য।

তবে আশার কথা হচ্ছে, ইংল্যান্ডের ক্রিকেট খেলার ধরন অনেকটা বদলে গেছে ইদানীং। নিজেদের দিনে প্রতিপক্ষের উপর নির্দয়ভাবে চড়াও হতে ভোলে না দলটি। প্রথম ম্যাচের মতো আগামীকালের ম্যাচেও বেন স্টোকসকে পাচ্ছে না ইংলিশ একাদশ। চার নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যাবে হ্যারি ব্রুক’কে।

আজ ধর্মশালার পিচে আগ্রাসী হয়ে উঠতে পারে ইংলিশ ব্যাটাররা। সর্বশেষ আইপিএলে এই মাঠের উইকেটে লিয়াম লিভিংস্টোনের ব্যাটে ঝড় উঠেছিলো। জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার- তারা হতে পারেন বাংলাদেশি বোলারদের চিন্তার কারণ। মার্ক উড তো থাকছেন, ইংলিশ একাদশে দেখা যেতে পারে অতিরিক্ত এক পেসার। মইন আলি’কে পরিবর্তন করে রিস টপলি’র সুযোগ আসতে পারে আগামীকালের ম্যাচে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ/ শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, রিস টপলি, মার্ক উড, আদিল রাশিদ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ওয়ানডে বিশ্বকাপ,বাংলাদেশ,মাঠ,ইংল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close