• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ওয়ানডে বিশ্বকাপ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

প্রকাশ:  ১০ অক্টোবর ২০২৩, ১৪:২৫ | আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৪:৩০
স্পোর্টস ডেস্ক

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ৮ম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (১০ অক্টোবর) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এ ম্যাচে দুই দলই একটি করে পরিবর্তন এনেছে একাদশে। কাসুন রাজিথার বদলে লঙ্কান একাদশে ঢুকেছেন মাহিশ থিকশানা, ফখর জামানের জায়গায় পাকিস্তান একাদশে আসাদ শফিক।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি লঙ্কানরা। এবার কি ইতিহাস বদলাবে?

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মাহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা।

পাকিস্তান একাদশ

আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সউড শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ওয়ানডে বিশ্বকাপ,শ্রীলঙ্কা,ব্যাটিং,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close