• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালয়েশিয়ার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালো ফিলিস্তিন

প্রকাশ:  ১১ অক্টোবর ২০২৩, ১৬:৩৭
স্পোর্টস ডেস্ক

যুদ্ধের কারণে মালয়েশিয়ার একটি প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ফিলিস্তিন। টুর্নামেন্টে স্বাগতিক মালয়েশিয়া, ভারত ও তাজিকিস্তানের সঙ্গে খেলার কথা ছিলো দেশটির।

আগামী ১৩ অক্টোবর থেকে মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্ট 'মারদেকা কাপ' মাঠে গড়ানোর কথা। কিন্তু বর্তমানে চলা সংঘর্ষের কারণে সেই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে মুসলিম রাষ্ট্রটি।

ইসরাইলের টিভি চ্যানেলগুলো জানিয়েছে, হামাসের আক্রমণে ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে তিন হাজারে মতো মানুষ। এছাড়াও ফিলিস্তিনে বন্ধী রয়েছে অনেক ইসরাইলি বাসিন্দা। জবাবে ইসরাইলের বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৯৫০ জনের মতো ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এমন বিরূপ পরিস্থিতিতে ফিলিস্তিন দল সরে দাঁড়িয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া।

বিবৃতিতে অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া জানায়, ফিলিস্তিন দল ‌‘মারদেকা কাপ’ প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। কারণ, এই মুহূর্তে দেশের বিরূপ পরিস্থিতির মধ্যে বিমানে করে কুয়ালালামপুরে আসতে পারছে না তারা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ফিলিস্তিন,মালয়েশিয়া,টুর্নামেন্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close