• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অস্ট্রেলিয়ার প্রথম জয়, টানা তৃতীয় হার শ্রীলঙ্কার

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০২৩, ০০:২৮
স্পোর্টস ডেস্ক

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার টানা তৃতীয় হারের দিনে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এটি চলমান বিশ্বকাপে প্রথম জয়।

সোমবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌয়ের শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ২০৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। টস জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার। মারমুখি ব্যাটিংয়ে শতরানের জুটি করে কুসল পেরেরা ও পথুম নিসাঙ্কা।

দলীয় ১২৫ রানে ৬৭ বলে ৬১ রানে আউট হন পথুম নিসাঙ্কা। এরপর ক্রিজে আসেন অধিনায়ক কুসল মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করে কুশল পেরেরা। তবে দলীয় ১৫৭ রানে ১৩ বলে ৯ রান করে আউট হন লঙ্কান অধিনায়ক।

কুশলের বিদায়ের পর বিপর্যয় নামে লঙ্কান ব্যাটিংয়ে। ৪২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। কুসল পেরেরা ৮২ বলে ৭৮ রান করে আউট হন। এরপর দ্রুতই আরো দুই উইকেট হারিয়ে ৪৩ ওভার ৩ বলে ২০৯ রানে অলআউট হয় লঙ্কানরা।

মিচেল মার্শ ও জশ ইংলিশের ফিফটিতে ২১০ রানের লক্ষ্য ৩৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে তাড়া করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও মার্শ ভালো শুরু করেছিলেন। চতুর্থ ওভারেই এই জুটিতে ছেদ ধরান দিলশান মাদুশঙ্কা। ৬ বলে ১১ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওয়ার্নার। ভাঙে ২৪ রানের ওপেনিং জুটি।

উইকেটে এসে রানের খাতা খোলার আগে মাদুশঙ্কা একই ওভারে ফেরেন স্টিভেন স্মিথও। অস্ট্রেলিয়ার স্কোর নড়বড় হলো না। ২৪–এ ওয়ার্নার ও স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় তারা। উইকেট গেলেও আরেক ওপেনার মার্শের ব্যাটে রান বাড়ছিলো দ্রুত। তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেনেকে নিয়ে ৬২ বলে ৫৬ রানের দারুণ একটি জুটি গড়েন মার্শ।

তবে ওয়ানডে ক্যারিয়ারে ১৮তম ফিফটির পর আর ইনিংস বড় করতে পারেননি মার্শ। ৫১ বলে ৫২ রানে রানআউট হয়ে ফেরেন এই ওপেনার। তখন অজিদের রান ছিলো ১৪.৩ ওভারে ৩ উইকেটে ৮৬ রান। চতুর্থ উইকেটে লাবুশেনে ও জশ ইংলিশের অসাধারণ ব্যাটিংয়ে জয়ের কাছে চলে যায় অস্ট্রেলিয়া। দুজনে জুটিতে ৮৬ বলে ৭৭ রান যোগ করেন।

১৯তম ওভারে লাবুশেনেকে ফিরিয়ে ব্রেকথ্রু দেন মাদুশঙ্কা। ৬০ বলে ৪০ রান আসে তার ব্যাট থেকে। পঞ্চম উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল ও ইংলিশ ৩৪ রানের আরেকটি গড়েন। দ্বিতীয় ওয়ানডে ফিফটি তুলে ৫৮ রানে আউট হয়েছেন ইংলিশ। তখন থেকে নিশ্বাস দূরে অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিসকে সঙ্গে নিয়ে সহজেই বাকি কাজ সারলেন ম্যাক্সওয়েল। স্টয়নিস ২০ ও ম্যাক্সওয়েল ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাদুশঙ্কা ৩টি উইকেট নিয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শ্রীলঙ্কা,অস্ট্রেলিয়া,হার,জয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close