• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

একাদশে তাসকিন

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৩, ১৪:৩৩
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দল যে ক’টি ম্যাচে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলো, তার মধ্যে নেদারল্যান্ডস ম্যাচ একটি। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ফিরছে বিশ্বকাপ ক্রিকেট।

শনিবার (২৮ অক্টোবর) এ ম্যাচে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে টস করতে নেমে হারতে হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।

কাঁধের চোটে দুই ম্যাচ বাইরে থাকার পর একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তিন ম্যাচ পর ফের একাদশে সুযোগ পেলেন শেখ মেহেদি হাসান। তারা দু’জন ফেরায় বাদ পড়েছেন হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

অভিজ্ঞতা এবং শক্তির বিচারে নেদারল্যান্ডসের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামছে টাইগাররা। চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের ৩৫ রানের জয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে।

২০১১ বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-নেদারল্যান্ডস। সেবার ৬ উইকেটে জয় পেয়েছিলো টাইগাররা। ওই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন বর্তমান দলে থাকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ২০১০ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম সাক্ষাতে ৬ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। আজকের ম্যাচটি এ ফরম্যাটে দু’দলের তৃতীয় লড়াই।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডস একাদশ

বিক্রমজিত সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডে লেডে, ওয়েসলি বারেসি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নেদারল্যান্ডস,টস,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close