• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০২৩, ১৪:৪০ | আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৫:৪৮
নিজস্ব প্রতিবেদক

সেমিফাইনাল স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের।এখন ঝুলে আছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ জিইয়ে রাখতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া বিকল্প কিছু নেই বাংলাদেশের সামনে। এমন সমীকরণকে মাথায় রেখেই ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন।

পেসার মুস্তাফিজুল রহমানের জায়গায় বিশ্বকাপে একাদশে অভিষেক হয়েছে তানজিম সাকিবের।এদিকে লংকান দলেও এসে দুইটি পরিবর্তন। দলে এসেছেন ধনঞ্জায়া সিলভা ও কুশল পেরেরা। বাদ পড়েছেন দিমুথ করুনারত্নে ও হেমান্থা।

সাত ম্যাচে ছয় হার ও এক জয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে বাংলাদেশ। আর দুই জয় ও পাঁচ হারে সাতে আছে লংকানরা। এই ম্যাচ জিতলে ৯৬-এর চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

বিশ্বকাপ ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close