• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

প্রকাশ:  ০৭ নভেম্বর ২০২৩, ১০:৫২
স্পোর্টস ডেস্ক

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। সিলেট ও ঢাকায় খেলবে দু’টি টেস্ট। সেই সফরের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। যেখানে রাখা হয়েছে পাঁচ স্পিনারকে।

ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। তবে বিশ্বকাপে ভালো করায় দলে ডাক পেয়েছেন গ্লেন ফিলিপস। বিশ্ব আসরে বেশ কয়েকটি ম্যাচেই দলের প্রয়োজনে ব্রেকথ্রু এনে দিয়েছেন ফিলিপস। তারই পুরস্কার পেলেন তিনি।

দেশটির ক্রিকেট বোর্ড মূলত বাংলাদেশের কন্ডিশনকে মাথায় রেখেই স্কোয়াড সাজিয়েছে। যে কারণে তারা পেসের পরিবর্তে স্পিনের ওপর জোর দিয়েছে। দলে ডাক পাননি পেসার ট্রেন্ট বোল্ট। স্পিন অ্যাটাকে রাচিন রবীন্দ্রর সঙ্গে আছেন ইশ সোধি, এজাজ প্যাটেল।

আগামী ২৮ নভেম্বর সিলেটে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট, ৬ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

নিউজিল্যান্ড টেস্ট দল

টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়ং।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিউজিল্যান্ড,বাংলাদেশ,দল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close