• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টাইমড আউটের প্রশ্নে, আইসিসিকে নিয়ম বদলাতে বলুন: সাকিব

প্রকাশ:  ০৭ নভেম্বর ২০২৩, ১১:৪২
নিজস্ব প্রতিবেদক

এ নিয়ে তর্ক-বিতর্ক সহজে থামবে না। গতকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এঞ্জ্যালো ম্যাথুসকে টাইমড আউট করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হতে দেখা গেল।

এই নিয়ে প্রশ্ন যা উঠছে, সবই চেতনা সংক্রান্ত। ক্রিকেটীয় চেতনা নিয়ে প্রশ্ন সংবাদসম্মেলনে সাকিব আল হাসানের কাছেও প্রশ্ন রাখা হয়েছিল। সে প্রশ্নের জবাবে সেটা আইসিসির দায়িত্ব বলে স্পষ্ট করে দিয়েছেন সাকিব।

গতকাল সংবাদ সম্মেলন শুরু হয়েছে টাইমড আউট সংক্রান্ত প্রশ্নে। এই ব্যাপারে সাকিবের কোনো অনুশোচনা হচ্ছে কি না, এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘মোটেও না। আমার এক ফিল্ডার এসে বলল, আপিল করলে আইনে উনি আউট। কারণ সময়ের মধ্যে উনি গার্ড নেননি। আমি তখন আম্পায়ারের কাছে আপিল করি। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করেন, এরপর আবার তাকে ফেরাবে নাকি? কারণ আমি আউট দিলাম, তারপর তুমি তাকে ফিরিয়ে আনলে ব্যাপারটা ভালো দেখাবে না। আমি বলেছি ওকে ফিরিয়ে আনব না।’

এরপর সাকিবকে ক্রিকেটীয় চেতনার কথা মনে করিয়ে দিয়েছেন সাংবাদিক। এই প্রশ্নে সাকিব বলেছেন, যা চেতনা বিরোধী সেটা আইনে রাখা কেন হচ্ছে, ‘সেক্ষেত্রে আইসিসির উচিত ব্যাপারটা দেখা এবং নিয়ম বদলানো।’

তবু সাংবাদিক হাল না ছেড়ে সাকিবকে ম্যাথুসের জায়গা থেকে ব্যাপারটা চিন্তা করতে বললেন। একটু আগেই ব্যাট হাতে ঝড় তোলা সাকিব এই প্রশ্নও সপাটে বাউন্ডারি পার করে দিয়েছেন, ‘আমি সাবধান থাকব যেন আমার সাথে এমন কিছু না হয়।’

বিশ্বকাপ ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close