• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব

বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২৩, ০১:১০
স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের গ্রুপ-১’র দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিযান শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় ৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেলবোর্ন আয়তক্ষেত্রাকার স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দু’টি।

২০১৫ সালের পর এটি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দু’দলের মধ্যে তৃতীয় ম্যাচ। বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে ২০১৫ সালে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

পার্থে নিজেদের অ্যাওয়ে ম্যাচে ০-৫ গোলে পরাজিত হয় বাংলাদেশ এবং ঢাকায় ঘরের মাঠে তাদের বিপক্ষে ০-৪ গোলে হেরে যায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়া থেকে ফেরার পর পরই ২১ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে আগামী বছর ‘আই’ গ্রুপের বাকি চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে, ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ, ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচ এবং ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ফিফা,বিশ্বকাপ,বাছাইপর্ব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close