• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী বরখাস্ত

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০২৩, ২৩:৩১
পূর্ব পশ্চিম ডেস্ক
রোশান রানাসিংহে/সংগৃহীত

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পুরো বোর্ডের সবাইকে বরখাস্ত করেছিলেন ক্রীড়ামন্ত্রী। খেলায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেটকে বরখাস্ত করে আইসিসি। এবার ক্রীড়ামন্ত্রী নিজেই পদচ্যুত হলেন।

রোশান রানাসিংহে অভিযোগ করেছেন, ‘‘ক্রিকেট বোর্ডে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোয় শ্রীলঙ্কান প্রেসিডেন্ট তাকে হত্যার চেষ্টা চালাচ্ছেন।’’

সংসদে রানাসিংহে অভিযোগ করেন, ‘‘তাকে হত্যা করা হলে বিক্রমাসিংহে সেজন্য দায়ী থাকবেন। এমন বক্তব্যের পরই বরখাস্ত করা হয় তাকে।’’

সংসদে রানাসিংহে বলেন, ‘‘আমি আশঙ্কা করছি, ক্রিকেট বোর্ডকে দুর্নীতিমুক্ত করার জন্য আমাকে হত্যা করা হতে পারে। যদি রাস্তায় আমাকে হত্যা করা হয়, তাহলে প্রেসিডেন্ট ও তার চিফ অব স্টাফ দায়ী থাকবেন।’’

যদিও রানা সিংহের অভিযোগের পর শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তার কার্যালয় থেকে শুধু ক্রীড়ামন্ত্রীকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বরখাস্ত,শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী,ক্রিকেট বোর্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close