• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কামিন্স বলছেন, ‘ক্রিকেটাররা মানুষ, রোবট নয়’

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২৩, ১৯:০৫
পূর্বপশ্চিম বিডি ডেস্ক
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকপ ট্রফি নিয়ে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক (ডানে)

ক্রিকেটাররা ‘রোবট নয়’—বিশ্বকাপের পরপরই ভারতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের পারফরম্যান্স নিয়ে এমন বলেছেন অধিনায়ক প্যাট কামিন্স। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ম্যাচের বিরতিতে বিশ্বকাপ ট্রফি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটি বলেন কামিন্স।

১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালের চার দিন পরই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী দলের সাতজন আছেন এ সিরিজেও। মোটামুটি দ্বিতীয় সারির ভারত দলের কাছে প্রথম দুটি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপজয়ী দলের সাতজনের মধ্যে ছয়জন দেশে ফিরে আসছেন। বিশ্বকাপ নায়কদের একটু স্বস্তি দিতে বেন ম্যাকডারমট, জশ ফিলিপে ও ক্রিস গ্রিনকে ভারতে পাঠানো হচ্ছে।

ভারতে সিরিজের পর অস্ট্রেলিয়ান গ্রীষ্মে ব্যস্ত সূচি আছে কামিন্সের দলের। পাকিস্তানের পর তারা টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। খেলোয়াড়দের ওপর যে বড় একটা বোঝা আছে, সেটি স্বীকার করে নিয়েছেন কামিন্স। বেশ কয়েকজন গত সেপ্টেম্বর থেকে ভারতে আছেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিকদের কামিন্স বলেন, ‘তারা মানুষ, রোবট নয়। বিশ্বকাপে সর্বস্ব উজাড় করে দেওয়া, কদিন পরই আবার খেলতে নামা—শতভাগ দিতে না পারলে তাদের ওপর রুষ্ট হব না।’

ক্রিকেটাররা মানুষ,রোবট নয়’,বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close