• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জয়ে এশিয়া কাপ শুরু হলো বাংলাদেশের

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০২৩, ০০:৩৪
স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছে বাংলাদেশ। শনিবার (৯ ডিসেম্বর) দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে আগে ব্যাট করে ২২৮ রান তোলে মাহফুজুর রহমান রাব্বির দল। রান তাড়ায় নামা আরব আমিরাত থামে ১৬৭ রানে।

আগে ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ যুব দলের দুই ওপেনার আশিকুর রহমান শিবলী ও জিসান আলম। উদ্বোধনী জুটিতে ৭৪ রান তোলেন তারা। ৫৬ বলে ৪২ রান জিসান ফিরে গেলে জুটি ভাঙে যুবা টাইগারদের।

এরপর একপ্রান্ত আগলে রেখে ৭২ রানের ইনিংস খেলেন আরেক ওপেনার শিবলী। ১০২ বলের ইনিংসটিতে ছিল তিনটি চার ও একটি ছক্কার মার। দলীয় ১৭০ রানে শিবলীর উইকেট হারায় বাংলাদেশ। যদিও এর আগে ফিরে যান আরও তিন ব্যাটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (১২), আরিফুল ইসলাম (২২) ও আহরার আমিন (৬)।

শেষের দিকে রাফিউজ্জামান রাফির ১৭ বলে ১২ আর ইকবাল হোসেন ইমনের ২ ছক্কায় ৮ বলেই ১৮ রানে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

আরব আমিরাতের ধ্রুব পারাশার ৯.৩ ওভার বল করে ৪৪ রান খরচায় ৬ উইকেট নেন। এছাড়া আয়ান আফজাল খান নেন দুটি উইকেট।

লড়াকু সংগ্রহ নিয়ে আরব আমিরাতকে ব্যাটে পাঠিয়ে চেপে ধরেন অধিনায়ক মাহফুজুর রাব্বি ও পারভেজ রহমান জীবন। তাদের বোলিং তোপে শতরানের আগেই ছয় ব্যাটারকে হারায় স্বাগতিক দলটি। শেষ অবধি ১৬৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ রান করেছেন হার্দিক পাই। নয় নম্বরে নেমে ৫১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া তানিস সুরি ২২ বলে ২৭, মারুফ মারচেন্ট ৪৯ বলে ২৫ রান করেন।

বাংলাদেশের হয়ে মাহফুজুর রহমান রাব্বি আর পারভেজ রহমান জীবন ৪টি করে উইকেট নেন।

সোমবার (১১ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপান অনুর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় গড়াবে লড়াই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,এশিয়া কাপ,শুরু,অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ,সংযুক্ত আরব আমিরাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close