• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ম্যানইউর

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:১৪
স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের অঘোষিত ফাইনাল ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ নিয়ে মোট ৬ বার গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামে ম্যানইউ। শেষ ষোলোতে খেলার আশা বাঁচিয়ে রাখতে বায়ার্নের বিপক্ষে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে তাদের একটাই সমীকরণ, সেটি হলো যেকোনো ভাবে জয় নিশ্চিত করা। আর পরের ম্যাচে গালাটাসারির বিপক্ষে অন্তত ড্র করা। মঙ্গলবার সেই বহুল আকাঙ্ক্ষিত জয় না পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো ম্যানইউ।

চলতি মৌসুমে গ্রুপ-এ তে অপরাজিত থেকেই নকআউট পর্বে উঠে গেছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। অপরদিকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে ম্যানইউ। যে কারণে ইউরোপা লিগের প্লে-অফে খেলার যোগ্যতাও হারিয়ে ফেলেছে এরিক ট্যান হ্যাগের শিষ্যরা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমের ২৪ ম্যাচের মধ্যে ১২টিতেই হেরেছে ম্যানইউ। সঙ্গে গোল হজমের রেকর্ডও করেছে তারা।

এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দল এতো বেশি (১৫টি) গোল হজম করেনি। সবশেষ প্রিমিয়ার লিগের খেলায় বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে ম্যানইউ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিদায়,চ্যাম্পিয়ন্স লিগ,ম্যানচেস্টার ইউনাইটেড,বায়ার্ন মিউনিখ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close