• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সে ‘অর্জুন’ পুরস্কারে মনোনীত শামি

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ২১:১৬ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ২১:৫৪
পূর্বপশ্চিম ডেস্ক

ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মাননা হলো খেলরত্ন আর দ্বিতীয় পুরস্কার হলো অর্জুন। ১৯৬১ সালে অর্জুন পুরস্কার চালু হয়। যারা অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত হন তাদের একটি ব্রোঞ্জপদক, একটি মানপত্র ও ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়।

গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন দেশটির তারকা পেসার মোহাম্মদ শামি। টুর্নামেন্টে মাত্র ৭ ম্যাচে অংশ নিয়ে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেন শামি।

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করায় অর্জুন পুরস্কারের তালিকায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে শামির নাম প্রস্তাব করা হয়েছে।

ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার খেলরত্ন পেতে পারেন দুই ব্যাডমিন্ট তারকা সাত্ত্বিক সাইরাজ রেঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি।

সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে শামির নাম প্রস্তাব করা হয়েছে। অর্জুন পুরস্কারের তালিকায় প্রথমে তার নাম ছিল না।

অর্জুন পুরস্কারের তালিকায় শামি ছাড়া আরও ১৬জন আছেন। তারা হলেন-কৃষাণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), ওজাস প্রবীণ দেওতালে (তিরন্দাজ), অদিতি গোপীচন্দ (তিরন্দাজ), মোহাম্মদ হুসামুদ্দিন (বক্সার), আর বৈশালী (দাবাড়ু), দীক্ষা ডোগর (গলফার), ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর (শুটার), অন্তিম পঙ্ঘল (কুস্তিগির) ও ঐহিকা মুখোপাধ্যায়ের (টেবিল টেনিস)।

ক্রিকেট বিশ্বকাপ,অর্জুন,শামি,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close