• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গনের লক্ষ্যে ক্রীড়া র‍্যালির আয়োজন

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ২২:৪২
ক্রীড়া প্রতিবেদক

‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’- এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার, ১৩ ডিসেম্বর ক্রীড়া র‍্যালিতে ক্রীড়াঙ্গনের রথী-মহারথীদের ঢল নেমেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন রোলার স্কেটিং কমপ্লেক্সে। এদিন ক্রীড়াকাশের সব তারারা যেন নেমে এসেছিলেন মর্তে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশনের কর্মব্যক্তিরা যেমন ছিলেন, তেমনি জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় থেকে শুরু করে সাবেক-বর্তমান অনেক তারকা খেলোয়াড়দের স্বপ্রতিভ উপস্থিতি ক্রীড়া র‍্যালিকে করে তুলেছিল আকর্ষণীয়। সকাল ১১টায় শুরু হয় এ র‍্যালি। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তৃণমূল ফুটবল উন্নয়নের রূপকার জনপ্রিয় ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবান্ধব কর্পোরেট সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন ক্রীড়া র‍্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই র‍্যালি শুধু ঢাকাতেই নয়; একযোগে দেশের ৬৪টি জেলাতে একই সময়ে আয়োজিত হয়। যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক এবং যুগান্তকারী ঘটনা। রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে র‌্যালিটি গুলিস্তানের জিপিও গেট হয়ে জাতীয় প্রেস ক্লাব গেট ঘুরে পুরনো পল্টন হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এসে শেষ হয়।

মহান বিজয় দিবস সামনে রেখে আগামীতে শেখ হাসিনার দর্শন স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই ক্রীড়া র‍্যালির আয়োজন। র‌্যালি শেষে তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘গত ১৫ বছরে বাংলাদেশের যে উন্নয়ন এবং একই সঙ্গে আমাদের ক্রীড়াঙ্গনের যে উন্নয়ন এই ধারাবাহিকতাকে আমরা বজায় রাখতে চাই। এই বার্তাটা আমরা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে চাই। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেভাবে এগিয়ে যাচ্ছে এটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। যাতে করে স্মার্ট বাংলাদেশের পাশাপাশি ক্রীড়াঙ্গনকেও স্মার্ট ক্রীড়াঙ্গনে রূপান্তরিত করতে পারি। এজন্য আমরা সবাই একত্রিত হয়েছি। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন বিনির্মাণে আমরা সরকারের সঙ্গে একত্রে কাজ করে যাব। আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন আসছে সেখানে আমাদের এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ওনাকে আমরা আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কারণ বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, ক্রীড়াঙ্গনে যে উন্নতি হয়েছে- এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই।’

তরফদার রুহুল আমিন আরো যোগ করেন, ‘আজ যে র‍্যালি হলো, এটা শুধু ঢাকাতেই নয় দেশের ৬৪টি জেলায় একযোগে হয়েছে। আমরা প্রায় ৪০টি জায়গাতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি এবং এই আয়োজনের ভেতর দিয়ে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সেটা আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পেরেছি। একই সঙ্গে ক্রীড়াঙ্গনের উন্নয়নের বার্তাটাও আমরা তৃণমূলে ছড়িয়ে দিতে পেরেছি। সমস্ত ক্রীড়াঙ্গন যে এক হয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। সমস্ত সংগঠক, সমস্ত খেলোয়াড় আমরা একত্র হয়েছি এদেশকে এগিয়ে নেয়ার জন্য।’ পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন বলেন, ‘এ কার্যক্রম চলমান থাকবে। আমাদের মূল যে স্লোগান স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন- এটা আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিব। আমাদের বিভিন্ন জেলার ডিএফএ, ডিএসএ রয়েছে তারাও এভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে আমাদের আপাতত আর কোনো প্রোগ্রাম নেই। জেলায় জেলায় যে প্রীতি ফুটবল ম্যাচগুলো হচ্ছে সেগুলো চলমান থাকবে।’

স্মার্ট বাংলাদেশ,স্মার্ট ক্রীড়াঙ্গন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close