• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রশিদ

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:৪০
পূর্বপশ্চিম ডেস্ক

বিশ্বকাপ শেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে যান ভারতের তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণুই।

বুধবার প্রকাশিত আইসিসির নতুন হালনাগাদে বিষ্ণুইকে সরিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে গেলেন ইংল্যান্ডের লেগ স্পিয়ার আদিল রশিদ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রশিদ। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন তিন ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছেন।

দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি তিন ধাপ এগিয়ে শীর্ষ ১০-এ ঢুকেছেন। ব্যাটসম্যানদের মধ্যে ছয় ধাপ এগিয়ে ছয়ে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং। দুই ধাপ এগোলেন নিকোলাস পুরান।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৪ ধাপ এগিয়ে ২৩-এ অবস্থান করছেন। ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। দুইয়ে মোহাম্মদ রিজওয়ান। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন এইডেন মার্করাম। শীর্ষেই রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি,র‌্যাংকিংয়ে,রশিদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close