• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ক্রিকেট থেকে অবসরে পর কী করবেন, জানালেন ধোনি

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:১০
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতের ক্রিকেট ইতিহাসের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে নেয় ভারত।

শুধু তাই নয়! ধোনির নেতৃত্বে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ৫টি শিরোপা জিতে চেন্নাই সুপার কিংস। ৪২ বছর বয়সী এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান এখনও চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন।

ভারতের হয়ে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান করা ধোনি ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এখন শুধু আইপিএল খেলে যাচ্ছেন। হয়তো অচিরেই আইপিএল থেকেও বিদায় নেবেন।

ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নিলে ধোনি কী করবেন? সম্প্রতি এমন এক প্রশ্নের জবাবে মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীতে সময় কাটাবেন।

ধোনি বলেন, ‘আমি এখনও আইপিএল খেলছি। ক্রিকেট ছাড়ার পর কী করব তখন দেখা যাবে। তবে ভারতীয় সেনাবাহিনীতে আরও বেশি সময় কাটাতে চাই। কারণ গত কয়েক বছরে সেভাবে সময় হয়ে ওঠেনি’

মহেন্দ্র সিং ধোনি সেনাবাহিনীর ‘সম্মানিক’ লেফটেন্যান্ট কর্নেল। সেনাদের সঙ্গে ধোনির সখ্যতা বহু পুরোনো।

ক্রিকেটার,ভারত,মহেন্দ্র সিং ধোনি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close