• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টি-টোয়েন্টিতে দুপুরে লড়বে নিউজিল্যান্ড-বাংলাদেশ

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৮
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বুধবার (২৬ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।

চলতি বছর এ পর্যন্ত তিনটি সিরিজ খেলে সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে সিরিজ জিততে পারলে এ বছর সংক্ষিপ্ত ভার্সনে অপরাজিত থাকবে টাইগাররা। যা দেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরনীয় নজির হয়ে থাকবে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর, এ বছরের মার্চে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শক্তিশালী ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে এবং আফগানিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। ঘরের মাঠেই তিনটি সিরিজ জিতেছিলো বাংলাদেশ।

এবার নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলতে হবে টাইগারদের। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দেরি না থাকায় এ ফরম্যাটে টাইগারদের অগ্রগতি পরীক্ষার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চিকিৎসকদের পরামর্শ এবং আসন্ন ব্যস্ত সূচি বিবেচনায় দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এবং পেসার কাইল জেমিসনকে বিশ্রাম দেওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে কিছুটা দুর্বলতা নিয়েই মাঠে নামবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও জয় পায়নি বাংলাদেশ। এবার দলের প্রধান চালিকাশক্তি সাকিব আল হাসানও নেই। বাংলাদেশের জন্য তাই জয় পাওয়া কঠিন হবে।

কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য ওয়ানডে ম্যাচ জয় থেকেই অনুপ্রেরণা খুঁজছেন। টাইগার কোচের ভাবটা এমন, যদি ওয়ানডেতে ১৮ ম্যাচ পর জয়ের দেখা মিলতে পারে, তাহলে টি-টোয়েন্টিতে ৯ ম্যাচ ম্যাচ পর জয় ধরা দেবে না কেন?

অবশ্য সেই কথাই বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ওয়ানডেতে হারের বৃত্ত ভাঙ্গার পর টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট, এজন্য আমরা সেভাবেই পরিকল্পনা করবো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,নিউজিল্যান্ড,টি-টোয়েন্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close