• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যে কারণে আইসিসিকে ধুয়ে দিলেন স্টিভ ওয়াহ

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০২৪, ২১:৩৬
পূর্বপশ্চিম ডেস্ক

টি-টোয়েন্টি লিগকে ‘গুরুত্ব দিয়ে’ নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার দ্বিতীয়সারির দল ঘোষণায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ বলেন, ‘এটিই কি টেস্ট ক্রিকেটের শেষের শুরু? আইসিসির পাশাপাশি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের অবশ্যই খেলাটির বিশুদ্ধতম এ সংস্করণ রক্ষায় এগিয়ে আসা উচিত। আমরা যদি শুধু লভ্যাংশকেই মানদণ্ড ধরে নিই, তাহলে ডন ব্র্যাডম্যান, ডব্লিউজি গ্রেস, গ্যারি সোবার্সের লেগ্যাসি মূল্যহীন হয়ে পড়বে।’

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ ওয়াহ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা তাদের সেরা খেলোয়াড়দের দেশে রেখে দেওয়ার সিদ্ধান্ত যদি ভবিষ্যতের ইঙ্গিত হয়, তাহলে এমনই ঘটবে। আমি যদি নিউজিল্যান্ড হতাম, তাহলে এই সিরিজ খেলতাম না। তারা কেন খেলছে, সেটাই আমি বুঝতে পারছি না। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতি সম্মানের ঘাটতি পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে কেন খেলছে?’

স্টিভ ওয়াহ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর নিয়েও কথা বলেনে। তিনি বলেন, ‘সমস্যাটা স্পষ্ট। ওয়েস্ট ইন্ডিজ তাদের পূর্ণশক্তির দল অস্ট্রেলিয়া সফরে পাঠাচ্ছে না। কয়েক বছর ধরেই তারা পূর্ণশক্তির টেস্ট দল নির্বাচন করছে না। নিকোলাস পুরানের মতো একজন সত্যিকারের টেস্ট ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট খেলে না। জেসন হোল্ডার, হয়তো তাদের সেরা খেলোয়াড়, সেও এখন খেলছে না। এমনকি পাকিস্তানও তাদের পূর্ণাঙ্গ দল অস্ট্রেলিয়া সফরে পাঠায়নি। হারিস রউফের মতো তারকা পেসারকে দলে রাখেনি।’

তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট রক্ষায় যদি আইসিসি বা কেউ দ্রুত এগিয়ে না আসে, তাহলে টেস্ট ক্রিকেট আর টেস্ট ক্রিকেট থাকবে না। কারণ আপনি সেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেকে পরীক্ষা করছেন না। আমি বুঝি, কেন খেলোয়াড়রা টেস্ট ক্রিকেট খেলছে না। তারা ঠিকমতো অর্থ পাচ্ছে না। আমি বুঝি না, আইসিসি বা শীর্ষ দেশগুলো যারা অনেক আয় করছে, তারা কেন টেস্ট ম্যাচের জন্য একটা ম্যাচ ফি নির্ধারণ করে দেয় না, যে পরিমাণটা হবে ভালো। যাতে সবাই টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত হয়। অন্যথায় তারা শুধু টি-টেন বা টি-টোয়েন্টি খেলবে। এতে দর্শক ভুগবে, কারণ পূর্ণাঙ্গ দল না খেললে এটি টেস্ট ক্রিকেট নয়।’

স্টিভ ওয়াহ,অস্ট্রেলিয়া,টি-টোয়েন্টি,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close