• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ধর্ষণ মামলায় লামিচানের আট বছরের কারাদণ্ড

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২৪, ১৭:৩৯ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২১:১৭
পূর্বপশ্চিম ডেস্ক

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত নেপালি ক্রিকেটার সন্দ্বীপ লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

২৩ বছর বয়সী লামিচানে একসময় নেপাল ক্রিকেটের পোস্টারবয় হিসেবে বিবেচিত ছিলেন। এই লেগস্পিনারের খেলা হিমালয়ের কোলঘেঁষা দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রেখেছিল।

২০২২ সালে কাঠমান্ডুতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। কিন্তু প্রথমে তিনি জামিন পান এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে দলের সঙ্গে যোগ দেন।

ধর্ষণ মামলার শুনানি বারবার পেছানোর কারণে লামিচানে খেলা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষ গত ৩০ ডিসেম্বর তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। মামলার রায় ঘোষণার তারিখ ছিল বুধবার (১০ জানুয়ারি)।

কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্টের কর্মকর্তা রামু শর্মা এএফপিকে বলেন, “আদালত তাকে আট বছর কারাদণ্ডের সাজা দিয়েছেন।”

তবে রায় ঘোষণার সময় লামিচানে আদালতে উপস্থিত ছিলেন না। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত আপিলের কথা জানিয়েছেন তার আইনজীবী সরোজ ঘিমিরে।

ধর্ষণের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন লামিচানে। এমন অভিযোগের পরেও তার পক্ষে ছিল ব্যাপক জনসমর্থন।

ধর্ষণ,ক্রিকেট,নেপাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close