• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অস্ট্রেলিয়ান ওপেনে ষষ্ঠ বাছাইকে হারিয়ে চমক রুশ স্কুলছাত্রীর

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:০৭
পূর্বপশ্চিম ডেস্ক

‘মনে হচ্ছে আগের চেয়ে আরেকটু পরিণত আমি এখন।’

‘তোমার বয়স কিন্তু মাত্র ১৬।’

‘হ্যাঁ, কিন্তু গত বছর তো ১৫ ছিল।’

ম্যাচ শেষে সঞ্চালকের সঙ্গে মিরা আন্দ্রিভার কথোপকথনে হেসে উঠল রড লেভার অ্যারেনা।

এক বছর আগে বালিকা বিভাগের ফাইনালে হেরে কেঁদেছিলেন আন্দ্রিভা। এবার নিজে তো বটেই, দর্শকদেরও হাসাচ্ছিলেন নারী এককে দ্বিতীয় রাউন্ডে চমকের জন্ম দেওয়ার পর। রাশিয়ার ১৬ বছর বয়সী স্কুলবালিকা হারিয়ে দিয়েছেন তাঁর আদর্শ তিউনিসিয়ার উনস জাবিরকে, যিনি টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই। সেটিও এক ঘণ্টার কম সময়ে ৬-০, ৬-২ গেমে। শীর্ষ ১০-এর মধ্যে থাকা কারও বিপক্ষে আন্দ্রিভার এটি প্রথম জয়।

জয়ের পর আন্দ্রিভা বলেছেন চাপ না নিয়ে খেলার কথা, ‘আমি ম্যাচের আগে সত্যিই নার্ভাস ছিলাম, কিন্তু দেখলাম সে–ও নার্ভাস। এটি আমাকে সহায়তা করেছে, কারণ আমি বুঝেছি ম্যাচের আগে আমিই একমাত্র নার্ভাস নই। আমি শুধু উপভোগ করতে চেয়েছি, কারণ এটি রড লেভার অ্যারেনা, এমন একজনের বিপক্ষে খেলছি, যাকে আমি পছন্দ করি। আমি শুধু খেলতে চেয়েছি এবং আমার মনে হয়েছে ঠিকঠাকই খেলেছি।’

মেলবোর্নের সেন্টার কোর্টে আন্দ্রিভার এটি মাত্র দ্বিতীয় ম্যাচ। গত বছর বালিকাদের ফাইনালে তিনি হেরেছিলেন স্বদেশি আলিনা কোর্নিভার কাছে। সেই হারে ‘অনেক হতাশ’ হয়ে পড়া আন্দ্রিভা বলছেন, ওই ম্যাচটিই তাকে এগিয়ে যেতে সহায়তা করেছে। ম্যাচের পর তিনি বলেন, ‘আজ যখন দেখলাম আমি রড লেভারে খেলব, নিজেকে বলেছি—এবার সুযোগ নিতে হবে। বড় কোর্টে প্রথমবার জিততে হবে। জিতেছি।’

ক্যারিয়ারে এটিকেই সেরা ম্যাচও বলছেন আন্দ্রিভা, ‘প্রথম সেটে এতটা ভালো খেলব প্রত্যাশা করিনি। দ্বিতীয় সেটটিও খারাপ ছিল না। হ্যাঁ, আমার জন্য অসাধারণ ম্যাচ ছিল।’ পরের রাউন্ডে ফ্রান্সের দিয়ান প্যারির মুখোমুখি হবেন আন্দ্রিভা। তাঁর জন্য এটিই অবশ্য প্রথম গ্র্যান্ড স্লাম নয়। গত বছর ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় রাউন্ড ও উইম্বলডনে চতুর্থ রাউন্ডে গিয়েছিলেন বাছাইপর্ব পেরিয়ে আসার পর। ইউএস ওপেনে পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন কোকো গফের কাছে অবশ্য হেরেছিলেন দ্বিতীয় রাউন্ডেই। টেনিস ক্যারিয়ারের স্বপ্ন আন্দ্রিভা দেখেন ঠিকই, তবে সামলাতে হয় স্কুলও। তিনি বলেছেন, ‘আমাকে স্কুলে অনেক কিছু করতে হয়। আসলে দুদিন আগেই শুরু হয়েছে, ফলে যেতে হবে।’ এরপর যোগ করেছেন, ‘রসায়ন বিষয়টা পছন্দ করি না।’

আন্দ্রিভার বয়স এত কম, কয়টি টুর্নামেন্টে খেলতে পারবেন, সেটিও ঠিক করে দিয়েছে ডব্লুটিএ। র‍্যাঙ্কিংয়ে কত ওপরে যেতে পারবেন, এখন ৪৭ নম্বরে থাকা আন্দ্রিভা সেটি নিয়ে ভাবতে চান না মোটেও, ‘মানে আমার বয়স এখন ১৬। র‍্যাঙ্কিং নিয়ে ভাবতে হবেই বা কেন? আমি আরেকটু উঁচুতে উঠছি এবং আমার লক্ষ্য হচ্ছে আরও উঁচুতে ওঠা। হয়তো অল্প একটু, তবে উঁচুতে। জানি না ঠিক। এসব নিয়ে না ভাবার চেষ্টা করি। শুধু টেনিস নিয়েই ভাবতে চাই।’

জাবিরকে আন্দ্রিভা আজ হারান মাত্র ২০ মিনিটের মধ্যেই। তিউনিসিয়ার ২৯ বয়সী জাবির আজ ছন্দে ছিলেন না একেবারেই। ছয়টি গেমে মাত্র আটটি পয়েন্ট জিতেছেন, এর মধ্যে বেজলাইন থেকে মাত্র তিনটি। তিনটি গ্র্যান্ড স্লামে রানারআপ আজ আনফোর্সড এররই করেছেন ১০টি।

অস্ট্রেলিয়ান ওপেনে আজ আন্দ্রিভার জয়টিই একমাত্র ‘রাশিয়ান-চমক’ নয়। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি হেরে যান রাশিয়ার ২০ বছর বয়সী মারিয়া তিমোফেভার কাছে। প্রথম সেটে ৬-১ গেমে হারলেও বাছাইপর্ব পেরিয়ে আসা তিমোফেভা ফিরে আসেন দারুণভাবে, পরের দুটি সেট জেতেন ৬-৪, ৬-১ গেমে।

ম্যাচের পর তিমোফেভা বলেন, ‘এখানে আজ ক্যারোলিনের বিপক্ষে খেলাটা সম্মানের ছিল। কতটা খুশি বোঝাতে পারব না, এর চেয়ে বেশি আর কিইবা চাইতে পারতাম।’

পরের রাউন্ডে তিমোফেভার প্রতিপক্ষ দশম বাছাই ব্রাজিলের বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়া।

মিরা আন্দ্রিভা,ক্যারোলিন ওজনিয়াকি,অস্ট্রেলিয়ান ওপেন,উনস জাবির
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close