• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশজুড়ে স্টেডিয়াম নির্মাণে ক্রীড়ামন্ত্রীর তোড়জোড়

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০২৪, ২৩:২৮
পূর্বপশ্চিম ডেস্ক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। দ্রুতই তিনি শেখ রাসেল মিনি স্টেডিয়াম, জাতীয় সংসদের পাশে নির্মাণাধীন প্রতিবন্ধী স্টেডিয়াম ও বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনের আশাবাদ ব্যক্ত করেন।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও প্রতিবন্ধী স্টেডিয়াম নির্মাণ এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাজমুল হাসান বলেন, ”ক্রীড়ার তিনটি অগ্রাধিকার প্রজেক্ট নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আমি আজ বসেছি। আপনারা জানেন প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ১২৫টি স্টেডিয়াম নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে, দ্বিতীয় পর্যায়ে ১৮৬টির নির্মাণকাজ চলছে। এছাড়াও জাতীয় সংসদের পাশে নির্মাণাধীন প্রতিবন্ধী স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার বিষয়ে অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছি। আমি খুব শিগগিরই সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করব।”

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। সেই কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত মন্ত্রী বলেন, “প্রকল্প পরিচালকদের তাগাদা দিয়েছি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত কাজ সমাপ্ত করার জন্য।”

ক্রীড়ামন্ত্রী,নাজমুল হাসান পাপন,স্টেডিয়াম নির্মাণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close