• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চোট কাটিয়ে মাঠে ফিরছেন হাল্যান্ড

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২৪, ২৩:২৮
পূর্বপশ্চিম ডেস্ক

চোটের ধাক্কায় প্রায় দুই মাস মাঠের বাইরে রয়েছেন আর্লিং হাল্যান্ড। চোট কাটিয়ে অবশেষে মাঠে নামতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির পরের ম্যাচের স্কোয়াডে এই স্ট্রাইকার থাকবেন বলে নিশ্চিত করেছেন দলটির কোচ পেপ গার্দিওলা।

বুধবার ঘরের মাঠে বার্নলির মুখোমুখি হবে শিরোপাধারীরা। মঙ্গলবার সিটির কোচ জানালেন, ওই ম্যাচে ২৩ বছর বয়সী হাল্যান্ড থাকবেন।

পেপ গার্দিওলা বলেন, “হ্যাঁ, সে (হাল্যান্ড) স্কোয়াডে থাকবে। স্কোয়াডের সবাই এখন প্রস্তুত, আমরা এখন আরও শক্তিশালী। আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”

গত মৌসুমে সিটিতে যোগ দিয়ে গোলের পর গোল করে, অনেক রেকর্ডের জন্ম দিয়ে সাড়া জাগানো হাল্যান্ড এবারও আছেন ছন্দে। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৪ গোল করে মোহাম্মদ সালাহর সঙ্গে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি।

তবে, গত ৬ ডিসেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে হাল্যান্ড।

শুরুতে নরওয়ের এই স্ট্রাইকারের চোট গুরুতর নয় বলে জানানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে তার ফেরার সম্ভাব্য তারিখ কেবলই পেছাতে থাকে।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২২ ম্যাচ খেলে ১৯ গোল করেছেন হাল্যান্ড। প্রিমিয়ার লিগে ২১ মাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এছাড়া গতবারের ট্রেবল জয়ীরা চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের শিরোপা ধরে রাখার অভিযানেও টিকে আছে।

খেলা,ফুটবল,ম্যানচেস্টার সিটি,আর্লিং হাল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close