• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিপিএল: নামে ‘দুর্দান্ত’, মাঠে সেই ‘যেনতেন’ ঢাকাই

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮
পূর্বপশ্চিম ডেস্ক

আমাদের এই দলের নামটি দুর্দান্ত ঢাকা...এই আমাদের একটিমাত্র ‘সুখ’!

বিপিএলের দল দুর্দান্ত ঢাকার সমর্থকেরা এভাবেই হয়তো আনন্দ খুঁজছেন এখন। তারা আরেকটি বিষয় ভেবেও সান্ত্বনা খুঁজতে পারে-এবারের বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ঢাকার অ্যালেক্স রস ও মোহাম্মদ নাঈম, সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার তাদেরই শরীফুল ইসলাম।

দলের নামের আগে দুর্দান্ত, রস-নাঈমরা রান করায় ‘দুর্দান্ত’, বোলিংয়ে ‘দুর্দান্ত’ দলটির পেসার শরীফুল। কিন্তু মাঠে সম্মিলিত পারফরম্যান্স এবং ম্যাচের ফলে ঢাকা নিজেদের দ্বিতীয় ম্যাচ থেকেই ‘যেনতেন’। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তারা এবারের বিপিএলের নিজেদের ১১তম ম্যাচটি খেলতে নেমেছিল। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটি ৫ উইকেটে হেরেছে মোসাদ্দেক হোসেনের দল। এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর এটা তাদের টানা দশম হার।

টসে জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা আজ প্রথম হারায় চতুর্থ বলে। দলের ১৮ রানে ফিরে যান ২৮১ রান নিয়ে এবারের বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক নাঈম। ওয়েইন পারনেলের পরের বলেই আউট হয়ে ফেরেন সাঈফ হাসান। ২৭ রানে দলের তৃতীয় উইকেট হারানোর পর ঢাকাকে আশা দেখাচ্ছিলেন ২৯৭ রান নিয়ে এবারের বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক রস ও ইরফান শুক্কুর।

কিন্তু পারনেলের পর টানা দুই বলে উইকেট নিয়ে ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে শুক্কুর ও শন উইলিয়ামসকে ফেরান খুলনার পেসার মুকিদুল ইসলাম। শুক্কুর আউট হয়েছেন ২৬ বলে ৩ চার ও ১ ছয়ে ২৫ রান করে। শুক্কুরের পর কোনো রান না করেই ফেরেন শন উইলিয়ামস। এরপর রসও (৩৫ বলে ২৫) দলের ৯৫ রানে ফিরে গেলে ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তুলতে পারে ঢাকা। পারনেল ও মুকিদুল নিয়েছেন ৩টি করে উইকেট।

তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় খুলনা। অধিনায়ক এনামুল হককে ফেরান এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি শরীফুল। এরপর আরও একটি উইকেট নেন তিনি। এটা নিয়ে এবারের বিপিএলে মোট উইকেট হলো ২০টি। তবে ঢাকাকে জেতাতে পারেননি তিনি। ২৮ বল হাতে রেখে ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম জয় তুলে নিয়েছে খুলনা। ১০ ম্যাচে খুলনার পয়েন্ট ১০, পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে।

৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রংপুর রাইডার্স। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানসের পয়েন্ট ১৪। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল তৃতীয় স্থানে।

সংক্ষিপ্ত স্কোর দুর্দান্ত ঢাকা : ২০ ওভারে ১২৮/৭ (নাঈম ৫, রসিংটন ১৮, সাইফ ০, রস ২৫, শুক্কুর ২৫, উইলিয়ামস ০, মোসাদ্দেক ২৬, চতুরঙ্গা ১৭*, আলাউদ্দিন ২*; নাহিদুল ৪–০–২৮–০, পারনেল ৪–১–১৯–৩, আরিফ ৪–০–৪১–০, টমাস ৪–০–১৮–০, মুকিদুল ৪–০–১৮–৩)।

খুলনা টাইগার্স : ১৫.২ ওভারে ১৩১/৫ (লুইস ৪, এনামুল ০, পারভেজ ৪০, হোপ ৩২, আফিফ ৪৩*, মাহমুদুল ২, পারনেল ৫*; শরীফুল ৩.২–০–১৭–২, তাসকিন ৪–০–২৭–২, চতুরঙ্গা ৪–০–৩৫–১, মোসাদ্দেক ৩–০–৩৬–০, আলাউদ্দিন ১–০–১২–০)।

ফল : খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : ওয়েইন পারনেল (খুলনা টাইগার্স)।

দুর্দান্ত ঢাকা,বিপিএল,বিপিএল ২০২৪,বিপিএল টি২০,খুলনা টাইগার্স
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close