• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারাল ভারত

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৯
পূর্বপশ্চিম ডেস্ক

ইংল্যান্ডকে বিশাল রানের ব্যবধানে হারিয়েছে ভারত। মাত্র ১২২ রানে ইংলিশদের থামিয়ে দিয়ে ৪৩৪ রানের জয় পেয়েছে রোহিত শর্মার দল। এরমধ্য দিয়ে রোহিত শর্মা ২-১-এ এগিয়ে রইল তারা।

আলোচিত রাজকোট টেস্টে ম্যাচে তাণ্ডব চালিয়েছেন যশস্বী জয়সওয়াল। ৪ উইকেটে ৪৩০ রানের ম্যাচে ২১৪ রান করেন এই ওপেনার। সঙ্গে ৯১ রান করেন শুভমান গিল।

ওয়াসিম আকরামের রেকর্ড ছুঁয়ে এক টেস্টে ১২ ছক্কা মারেন যশস্বী জয়সওয়াল। বিশাখাপত্তনমে আগের টেস্টে ২০৯ রান করেছিলেন তিনি।

জয়ের জন্য ৫০৭ রান তাড়া করতে নেমে রবীন্দ্র জাদেজার বিধ্বংসী ৪১-৫ উইকেটে ইংল্যান্ড মাত্র ৫০ রানেই ৭ উইকেট হারায়।

কুলদীপ যাদব ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে ১৫ রানে এলবিডব্লিউ আউট করলে ম্যাচটি একেবারেই ভারতের হাতের নাগালে চলে আসে।

ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে মার্ক উড দ্রুত গতিতে ৩৩ রান করেন। এরমধ্যেই ভারত রানের দিক থেকে তাদের সবচেয়ে বড় টেস্ট পেয়ে যায়।

অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, “ইংল্যান্ড ভালো খেলেছে। আমাদের চাপে ফেলেছে। তবে আমাদের বোলাররা প্রস্তুত আছে।”

তিনি বলেন, “একটি দল হিসেবে আমরা যেভাবে ফিরে এসেছি তাতে আমি সত্যিই গর্বিত।”

শেষ দিনের খেলা শুরুর পর বুঝেশুনে রান তুলতে থাকেন গিল। তবে কুলদীপ যাদবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তিনি।

আগের দিন চোট পেয়ে ১০৪ করে মাঠের বাইরে যাওয়া জয়সওয়াল শনিবার আবারও মাঠে ফেরেন। শুরু করেন বাউন্ডারির বৃষ্টি। ১৫৮ বলে ১৭২ রান করেন তিনি।

ডাবল সেঞ্চুরি করতে রুটের বলে একটি সিঙ্গেল নেন জয়সওয়াল। সরফরাজ অপরাজিত ৬৮ রান করতে তিন ছক্কা মারেন।

অপরদিকে প্রথম ইনিংসে ১৫৩ রান করা বেন ডাকেট করেন ৪ রান, জসপ্রিত বুমরাহের হাতে এলবিডব্লিউর ফাঁদে পড়ে জ্যাক ক্রোলির সঙ্গে তার জুটি ছিল মাত্র ১১ রানের।

জাদেজা অলি পোপ, জনি বেয়ারস্টো ও রুটকে আউট করে ইংল্যান্ডের মিডল অর্ডারকে ভেঙে দেন।

কুলদীপ ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে ১৫ রানে এলবিডব্লিউ করে আউট করলে ম্যাচটি কার্যকরভাবে শেষ হয়ে যায়।

প্রথম ইনিংসে শতরানের সঙ্গে সাত উইকেটের কারণে ঘরের মাঠে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পান জাদেজা।

পরাজয়ের পর স্টোকস বলেন, “বেন ডাকেট একটি অবিশ্বাস্য প্রথম ইনিংস খেলেছেন। আমরা পুরো ইনিংসে এটাই করতে চেয়েছিলাম।”

তিনি বলেন, “আমরা এই খেলাটি আমাদের পিছনে রেখে যাব। সিরিজ জিততে আমাদের পরের দুটিতে জিততে হবে। আমরা সেটাই করার চেষ্টা করব।”

রাঁচিতে সিরিজ নির্ধারনী চতুর্থ টেস্ট শুরু হবে শুক্রবার।

টেস্ট ক্রিকেট,খেলা,ভারত,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close