• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদ্রিদের সঙ্গে চুক্তি হয়ে গেছে এম্বাপের, খবর মার্কার

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৮
পূর্বপশ্চিম ডেস্ক

অবশেষে রিয়াল মাদ্রিদে আসছেন কিলিয়ান এম্বাপে- কথাটা পুরো পৃথিবীর ফুটবলপ্রেমীদের কাছে এখন কিছুটা হলেও হাস্যরসের বিষয়। কারণ, গত কয়েক মৌসুমে এ নিয়ে কম জলঘোলা হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ফের জানাচ্ছে এই খবর। পত্রিকাটি বলছে, তারা এবার পুরোপুরি নিশ্চিত।

এ বছরের জানুয়ারিতে দুই পক্ষের মধ্যে চুক্তির প্রাথমিক কথাবার্তা শুরু হয় এবং ফেব্রুয়ারিতে স্প্যানিশ জায়ান্টদের পাকা কথা দেন তিনি।

এম্বাপে মাদ্রিদে এলে প্রায় ২০১৭ সাল থেকে দলবদল মৌসুমের সর্বোচ্চ চর্চিত বিষয়টির সুরাহা হচ্ছে ১৩৩ দিনের মধ্যে। এম্বাপের সম্ভাব্য পরবর্তী গন্তব্য মাদ্রিদ জেনেও আরেকটি বড় ক্লাব সম্প্রতি তাকে দলে ভেড়ানোর কথা ভাবছিল বলে মার্কার প্রতিবেদনে বলা হয়। তবে ফরাসি ফরোয়ার্ড ছিলেন অনড়।

গত মঙ্গলবার তিনি তার পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে দেখা করে আগামী ৩০ জুন ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান। আর কোনো নতুন প্রস্তাব না দিতে বর্তমান ক্লাবের প্রতি অনুরোধ জানিয়েছেন কিলিয়ান।

কারণ হিসেবে মার্কা বলছে, ফরাসি ফরোয়ার্ড ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘস্থায়ী একটি চুক্তি করেছেন। অন্তত পাঁচ মৌসুম রিয়ালের হয়ে খেলবেন তিনি।

মাদ্রিদে এলে ক্লাবটির সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হবেন এম্বাপে। তবে বর্তমানে দলটির শীর্ষ বেতনভুক্ত খেলোয়াড় টনি ক্রুস বা লুকা মদ্রিচের চেয়ে তা খুব বেশি হবে না।

ফুটবল,রিয়াল মাদ্রিদ,কিলিয়ান এমবাপে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close