• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বকাপের আগে নতুন সিরিজ পেল বাংলাদেশ

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০
পূর্বপশ্চিম ডেস্ক

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন প্রতিযোগিতাটি শুরুর আগে ৩ মাস সময় পাচ্ছে দেশগুলো। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে বিশ্বকাপের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে ৩টি-টোয়েন্টি ম্যাচ খেলার খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বাংলাদেশ দলের ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, আগামী জুন মাসের আগে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্ত বাহিনী। তবে সবগুলো ম্যাচই ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে।

উইন্ডিজের মাটিতে বহুবার খেলতে যাওয়ার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। শুধু ফ্লোরিডায় ক্যারিবিয়ানদের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন টাইগাররা। আর সে কারণে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের উইকেট, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজটি খেলবে বাংলাদেশ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। চার ম্যাচের প্রথম দুটি খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ,বাংলাদেশ ক্রিকেট দল,যুক্তরাষ্ট্র ক্রিকেট দল,তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close