• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট মিলবে আড়াই কোটি টাকায়

প্রকাশ:  ০৩ মার্চ ২০২৪, ১৭:১৩ | আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০:১৩
পূর্বপশ্চিম ডেস্ক

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখতে বরাবরই ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হয় বৈশ্বিক আসরের। আর প্রত্যেক ম্যাচের টিকিট হয়ে ওঠে সোনার হরিণে। সবার আগ্রহের কেন্দ্রে থাকা এই দুই দলের ম্যাচের টিকিটের দামও তাই থাকে চড়া। অতিরিক্ত দামেও মেলে না টিকিট নামের সোনার হরিণ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। এ ম্যাচের টিকিট নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্যাকার, সেটি চোখ কপালে ওঠার মতোই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৯ জুন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের টিকিট আইসিসি নিজেদের ওয়েবসাইটে ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। যারা সেই সোনার হরিণ হাতে পেয়েছেন, তাদের মধ্যেই কেউ কেউ নেমে পড়েছেন সেটি কালোবাজারে চড়া দামে বিক্রি করতে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম বলছে, কালোবাজারে সর্বনিম্ন ১,২৫৯ ডলারে বিক্রি হচ্ছে এই ম্যাচের টিকিট; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা। আর এখন পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৭৫ হাজার ডলারে বিক্রি হচ্ছে একটি টিকিট; যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা। শুধু তাই নয়, সর্বোচ্চ দামে বিক্রি হওয়া এই টিকিট কিনতে সঙ্গে দিতে হবে অতিরিক্ত ৫০,০০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৪ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ, একটি টিকিটেরই দাম পড়ছে ২ কোটি ৪৬ লাখ টাকা।

অথচ, আইসিসির ওয়েবসাইটে এই ম্যাচের সবচেয়ে কমদামি টিকেটের দাম ছিল মাত্র ছয় ডলার, অর্থাৎ প্রায় ৬৫৬ টাকা। সর্বোচ্চ ৪০০ ডলার বা প্রায় ৪৩,৭৫৬ টাকায় পাওয়া গেছে সবচেয়ে সুবিধাজনক জায়গায় বসে খেলা দেখার টিকিট।

খেলা,ক্রিকেট,টি-২০ বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close