• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভিনিসিয়াসের আচরণ ছিল ‘অসম্মানজনক’, লাল কার্ড না দেওয়ায় অসন্তোষ লাইপজিগের

প্রকাশ:  ০৭ মার্চ ২০২৪, ২৩:০০
পূর্বপশ্চিম ডেস্ক

লাইপজিগের সঙ্গে ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচে রিয়াল মাদ্রিদের একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। যদিও ম্যাচ শেষে তার বন্দনার পাশাপাশি শুরু হয়েছে বিতর্কও।

ম্যাচের ৬৫ মিনিটে করা গোলের কয়েক মিনিট আগেই ভিনিসিয়াস হলুদ কার্ড দেখেছিলেন। লাইপজিগের খেলোয়াড় উইলি অরবানকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন ভিনিসিয়াস। দুজনের মাঝে লেগে যায় তর্কাতর্কি। এর মাঝেই দুই হাত দিয়ে ফের সজোরে অরবানের বুকে আঘাত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মাঝমাঠের অহেতুক এ ফাউলে হলুদ কার্ড দেখেই পার পান তিনি।

তবে লাইপজিগের খেলোয়াড়দের দাবি, ভিনিসিয়াসের জায়গায় তাদের দলের কেউ এমন ফাউল করলে তাকে মাঠের বাইরে পাঠিয়ে দিতেন রেফারি। এমন একটি ঘটনায় ভিনিসিয়াসকে লাল কার্ড না দিয়ে বৈষম্যই করা হয়েছে।

ম্যাচের পরে স্কাই স্পোর্টস জার্মানিকে লাইপজিগের বেঞ্জামিন হেনরিকস বলেছেন, “আমাদের দলের কেউ এভাবে রিয়াল মাদ্রিদের কাউকে ধাক্কা দিলে তাকে মাঠের বাইরে পাঠিয়ে দিতেন রেফারি।”

এ প্রসঙ্গে উইলি অরবান বলেন, “রেফারির আসলে এমন খেলোয়াড়কে লাল কার্ড দেওয়ার মতো সক্ষমতা নেই। সে (ভিনিসিয়াস) যেভাবে আমাকে চেপে ধরেছিল সেটি অত্যন্ত অসম্মানজনক।”

ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যাওয়া রিয়াল ম্যাচটা শেষ করেছে ১-১ সমতায়। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও উঠে গেছে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচে বেশিরভাগ সময় নিজেদের মাঠে কোণঠাসা হয়ে থাকলেও ভিনির গোল ত্রাতা হয়ে যায় রিয়ালের। ৬৫ মিনিটে বাম প্রান্ত দিয়ে বল পাওয়া জুড বেলিংহাম বক্সের ভেতরে থাকা ভিনিসিউসকে পাস দেন। সতীর্থের কাছ থেকে বল পেয়েই বুলেট গতিতে বাঁকানো শট জালে জড়িয়ে উৎসবে মাতেন ব্রাজিলের ফরোয়ার্ড।

ফুটবল,রিয়াল মাদ্রিদ,উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ,ভিনিসিয়াস জুনিয়র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close