• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্যালন ডি’অরের দৌড়ে যাদেরকে এগিয়ে রাখলেন মেসি

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২৪, ২০:৪৮
পূর্বপশ্চিম ডেস্ক

ক্যারিয়ারের অধিকাংশ সময় ইউরোপে ছড়ি ঘুরিয়ে এখন ক্যারিয়ারের শেষ বেলা পার করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। শেষলগ্নে ইউরোপ ছেড়ে নিজের ক্লাব হিসেবে বেছে নিয়েছেন এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিকে। মার্কিন মুলুকে এসেও নিজের স্কিল দিয়ে মুগ্ধ করছেন সবাইকে। অবশ্য এখনও যে গতিতে খেলছেন মেসিকে বিশ্বসেরার কাতারে চোখ বন্ধ করে রাখা যায়। তবে ক্যারিয়ারে সর্বোচ্চ আট বার ব্যালন ডি’অর জেতা মেসি নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আর দেখছেন না।

সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন মেসি। ভবিষ্যতে কারা ব্যালন ডি’অর জিততে পারে এমন চার ফুটবলারের নাম জানিয়েছেন তিনি। মেসির মতে আগামী দিনগুলোতে ফুটবলে তারাই দেখাবে দাপট।

২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে পূর্ণতা পান মেসি। জিতেছেন ইতিহাসের সবচেয়ে বেশি ব্যালন ডি’অরও। টানা চার মৌসুম ব্যালন ডি'অর জয়ী একমাত্র ফুটবলার তিনি। ২০০৯ থেকে ১২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড নিজের করে নেন মেসি।

আগামী দিনগুলোত ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং লামিন ইয়ামাল ফুটবলের বড় তারকা হবে বলেও মন্তব্য করেন মেসি। এক্ষেত্রে সতেরো বছরের লামিন ইয়ামালকে আলাদাভাবেই রেট করেন মেসি।

বর্তমানের অন্যতম সেরা তরুণ ফুটবলার বেলিংহামকে সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ীর তালিকায় রাখেননি মেসি। বেলিংহ্যাম রিয়ালের সাবেক তারকা রোনালদোকে নিজের আইডল মানায় মেসি তাকে রাখেননি বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

লিওনেল মেসি,ব্যালন ডি,পরবর্তী তারকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close