• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আইপিএলকে মার্শের না

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৮, ২০:০৬ | আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২০:১২
স্পোর্টস ডেস্ক

হার্ডহিটার খ্যাত অলরাউন্ডার ব্যাটসম্যান মিচেল মার্শ প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ২২তম টেস্টে এসে, তাও আবার অ্যাশেজে। এমন সাফল্যের পর শুধু দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। আইপিএলকে না বললেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট জয়ে ১৮১ রান করেছিলেন মার্শ। চতুর্থ টেস্ট ড্রয়ে স্টিভেন স্মিথের সঙ্গে একপ্রান্ত আগলে রেখেছিলেন ১৬৬ বলে ২৯ রানে অপরাজিত থেকে। ৯ মাস পর আবারও টেস্টে সুযোগ পেয়ে দারুণ সাফল্য দেখালেন মার্শ। এই ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যেতে চান তিনি। এজন্য আইপিএলের ১১তম আসরে অংশ নিতে চান না ২৬ বছর বয়সী এ তারকা।

সম্পর্কিত খবর

    গত আইপিএল খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের জার্সিতে। ৪.৮ কোটি রুপিতে নিলামে বিক্রি হয়েছিলেন তিনি। আগামী ২৭-২৮ জানুয়ারি হবে নতুন আসরের নিলাম। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্শ, ‘আর্থিক বিবেচনায় এটা নিশ্চয় বড় সিদ্ধান্ত। কিন্তু আমার কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য টেস্ট খেলে যাওয়া।’

    এমন সিদ্ধান্ত নিতে একটুও ভাবতে হয়নি মার্শকে, ‘অর্থ ও ভারতে খেলা, দুটোই আইপিএলের সবচেয়ে লোভনীয় ব্যাপার। কিন্তু আমার ক্যারিয়ারের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছি। আমি লাল বলের ক্রিকেট খেলতে মুখিয়ে আছি। যদি সুযোগ পাই উন্নতি করতে চেষ্টা করবো।’

    ২৩ টেস্টে ৮৯৩ রান ও ২৯ উইকেট নেওয়া মার্শ এবার জুনে ইংল্যান্ডের মাটিতে সীমিত ওভারের সিরিজে মনোযোগী। সেরাটা দিতে চান তিনি দেশের হয়ে, ‘ইংল্যান্ডে অনেক খেলা আছে আগামী কয়েক বছরে। আমি আমার এই সুযোগটি কাজে লাগিয়ে কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হতে চাই।’

    /তুহিন/

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close