• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১০০ টেস্ট উইকেট সামির

প্রকাশ:  ১৪ জানুয়ারি ২০১৮, ১৮:৪৪ | আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৮:৪৯
স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০০ টেস্ট উইকেটে পৌঁছে গেলেন মহম্মদ শামি। কেশব মহারাজের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই এই রেকর্ডে পৌঁছে গেলেন তিনি। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা।

২৭ বছরের শামি তাঁর ৯৭, ৯৮, ৯৯তম উইকেটটি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে কেপ টাউনে। আর দ্বিতীয় টেস্টেই ছুঁয়ে ফেললেন ১০০ উইকেটের মাইলস্টোন। শামিই সপ্তম ভারতীয় পেসার। তাঁর আগে এই তালিকায় রয়েছেন কপিল দেব, জাহির খান, জাভাগাল শ্রীনাথ, ইশান্ত শর্মা। কারসন ঘাউড়ি ও ইরফান পঠান। এই মাইলস্টোনে পৌঁছতে শামি খেললেন ২৯টি টেস্ট। বিষান সিংহ বেদী, দীলিপ দোশী ও ইরফান পাঠানের থেকে একটি ম্যাচ বেশি খেলেছেন তিনি।

সম্পর্কিত খবর

    শামিরই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন ভারতের দ্রুততম ১০০ উইকেটের শিকারী। ১৮ ম্যাচে এই লক্ষ্যে পৌঁছেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছে এরাপল্লী প্রসন্ন। যিনি ১০০ উইকেটে পৌঁছেছিলেন ২০টি টেস্টে। অনীল কুম্বলে নিয়ছিলেন ২১টি ম্যাচ।

    শামির টেস্ট অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে। ২০১৩র নভেম্বরে। সেই ম্যাচে দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়েছিলেন শামি। এই মাইলস্টোন ছোয়ার কর্মসূচী যে সেখান থেকেই শুরু হয়ে গিয়েছিল তা আজ আবার বোঝালেন বাংলার এই বোলার। /স ক

    আজ অভিষেক হচ্ছে না কুটিনহোর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close