• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

লঙ্কানদের বোলিং দাপটে ব্যাকফুটে জিম্বাবুয়ে

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৮, ১৪:২৫ | আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:২৮
স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক। তবে লঙ্কানদের বোলিং দাপটে এলোমেলো গ্রায়েম ক্রেমারের দল।

ব্যাট হাতে দিনের শুরুটা ভালো ছিল জিম্বাবুয়ের দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা এবং সলোমন মিরের। দুজনে ৪৪ রানের উদ্বোধনী জুটি উপহার দেন। ৩০ বলে ২০ রান করা অভিজ্ঞ মাসাকাদজা থিসারা পেরেরার শিকার হলে শুরু হয় ধস। দুই ওভারের ব্যবধানে সলোমন মিরও (২১) শিকার হন পেরেরার।

সম্পর্কিত খবর

    ক্রেইগ এরভিনকেও উপুল থারাঙ্গার তালুবন্দি করে তৃতীয় শিকার ধরেন পেরেরা। ৫৬ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেছিলেন ব্রেন্ডন টেইলর এবং সিকান্দার রাজা। কিন্তু ইনফর্ম বিধ্বংসী রাজাকে (৯) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন সান্দাকান।

    ত্রিদেশীয় সিরিজের নিজেদের তিন নম্বর ম্যাচে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে মরণ-বাঁচন ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে দিনেশ চান্দিমালের দল। বল হাতে জ্বলে উঠেছেন থিসারা পেরেরা। ৭৩ রানেই শীর্ষ চার তারকাকে হারিয়েছে গ্রায়েম ক্রেমারের দল।

    /স ক

    আইপিএলের নিলামে ছয় টাইগার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close