Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textজিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদের শতকের উপর ভর করে বড় লক্ষ্য দাঁড় করেছে স্বাগতিক বাংলাদেশ। সেঞ্চুরি করার পরপরই রিয়াদকে মাঠে সেজদাহ করতে দেখা যায়।উদযাপনের সময় সেজদাহ দিয়ে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন।
তখন ক্রিজে থাকা অপর ব্যাটসম্যান মিরাজকেও একসাথে সেজদাহ দিতে দেখা যায়! এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তৃতীয় দিন শেষে ২১৮ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিং শুরু করে বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ২৫ রানেই চার উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক রিয়াদ। মিথুনের সঙ্গে জুটি বেঁধে প্রাথমিক ধাক্কা সামাল দেন তিনি। মিথুন ৬৭ রানে ফিরে গেলেও টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন রিয়াদ।
/এস কে