• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ওসাকা

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৯, ১১:১৯
স্পোর্টস ডেস্ক

রড লেভার এরিনা নতুন রানি খুঁজে পেল৷ ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা৷ শনিবার (২৬ জানুয়ারি) ফাইনালে পেত্রা কিতোভাকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন বছর একুশের এই জাপানি৷

সম্পর্কিত খবর

    ২০১৮ জিতেছিলেন মরুশমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন৷ আর ২০১৯ জিতলেন মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম৷ অর্থাৎ টানা দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন হলেন ওসাকা৷ প্রথম জাপানি মহিলা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনি৷ সেই সঙ্গে এশিয়ার প্রথম খেলোয়াড় (পুরুষ ও মহিলা) হিসেবে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের সম্মান অর্জন করলেন ওসাকা৷ রোমানিয়ার সিমোনা হ্যালেককে হারিয়ে বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড় হলেন ওসাকা৷

    তিন সেটের লড়াইয়ে দু’বারের উইম্বলডনের রানি কিতোভাকে (৭-৬, ৫-৭, ৬-৪) হারিয়ে চ্যাম্পিয়ন হন ওসাকা৷ প্রথম সেটে হাড্ডাহাডি লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে নেন জাপানি তরুণী৷ দ্বিতীয় সেটেও দারুণ খেলেন ওসাকা৷ কিন্তু তিনবার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট হারানোয় স্ট্রেট সেটে ম্যাচ জেতা হয়নি৷ দারুণ লড়াই করে দ্বিতীয় সেট কেড়ে নেন কিতোভা৷ তবে তৃতীয় তথা নির্ণায়ক সেটে চেক প্রতিদ্বন্দ্বীকে ম্যাচে ফেরার সুযোগ না-দিয়ে সেট ও ম্যাচ জিতে নেন ওসাকা৷

    ফলে মাত্র চার মাসের ব্যবধানে দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন হলেন বছর একুশের এই জাপানি৷ দ্বিতীয় সেট হারায় চোখে জল এলেও চ্যাম্পিয়ন হয়ে কোর্ট ছাড়েন ওসাকা৷ আর ট্রফি হারিয়ে অবসরের ইঙ্গিত দিয়ে দিলেন কিতোভা৷ ২৮ বছরের চেক খেলোয়াড় পুরস্কার বিতরণি অনুষ্ঠানে বলেন, জানি না আর ব়্যাকেট হাতে নিতে পারব কিনা! জিতে প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানান ওসাকা৷ তিনি বলেন, পেত্রা তোমাকে অভিনন্দন৷ তোমার সঙ্গে খেলার আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল৷ রবিবার পুরুষ সিঙ্গলসে রড লেভার এরিনায় লড়াই রাফা-জোকারের৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close