• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তাসকিনের দুর্দিনে কপাল খুললো শফিউল ও ইবাদতের

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৪
স্পোর্টস ডেস্ক

বিপিএল-এর মাঠে বাঁ পা মচকে যাওয়ায় নিউজিল্যান্ড সফরে তাসকিনের অনুপস্থিতির খবর আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল, স্পীড স্টার তাসকিনের এই দুর্দিনে কপালখোলা দুই বলারের নাম। আসন্ন নিউজিল্যান্ড সফরে তাসকিনের বদলি হিসেবে ওয়ানডেতে শফিউল ও টেস্ট স্কোয়াডে ডাক পেলেন ইবাদত। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ (৫ ফেব্রুয়ারি) বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির ঐ প্রেস বিজ্ঞপ্তিতে ওয়ানডে ও টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও শফিউল ইসলাম।

নিউজিল্যান্ড সফরের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাদমান ইসলাম, লিটন দাস, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

প্রসঙ্গত, শনিবার(১ ফেব্রুয়ারি) বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পা মচকে যায় সিলেট সিক্সার্সের পেসার তাসকিনের। তারই জের টানতে তাসকিনকে টানা ৩-৪ সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে। অলক কাপালির করা ১০ম ওভারের চতুর্থ বলটা লং অফ দিয়ে ছক্কা মেরেছিলেন মোসাদ্দেক হোসেন। ক্যাচের আশায় তাসকিন উল্টো দিকে দৌড় দেন। সীমানা দড়ির ওপর বাঁ পা পড়তেই পড়ে গেলেন মাটিতে। অ্যাঙ্কেলে ভালোই চোট পেলেন তাসকিন। সতীর্থ ও ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। রাতে একটা বেসরকারি হাসপাতালে এক্স-রে করানোর পর আজ শনিবারে সকাল এমআরআই করানো হয়।

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে: ১৩ ফেব্রুয়ারি, ২০১৯। ম্যাকলিন পার্ক, নেপিয়ার।

দ্বিতীয় ওয়ানডে: ১৬ ফেব্রুয়ারি, ২০১৯। হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

তৃতীয় ওয়ানডে: ২০ ফেব্রুয়ারি, ২০১৯। ওটাগো ওভাল, ডানেডিন।

প্রথম টেস্ট: ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ, ২০১৯। সেডন পার্ক, হ্যামিল্টন।

দ্বিতীয় টেস্ট: ৮–১২ মার্চ, ২০১৯। বেসিন রিজার্ভ, ওয়েলিংটন।

তৃতীয় টেস্ট: ১৬–২০ মার্চ, ২০১৯। হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

পিবিডি/ হাসনাত/ সম্রাট

ইবাদত,শফিউল,তাসকিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close