• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বকাপে পাকিস্তানের সাথে ম্যাচ বয়কটে নির্বাসিত হতে পারে ভারত

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৮
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না-খেললে নির্বাসিত হতে পারে ভারত! এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷১৬ জুন ম্যানচেস্টারে ভারত-পাক মহারণ বিশ্বকাপের ইউএসপি৷ কিন্তু গত বৃহস্পতিবার(২১ফেব্রুয়ারি) পুলওয়ামায় জঙ্গি হামলার পর এই ম্যাচ ঘিরে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা৷ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ খেলা উচিত কিনা, তা নিয়ে শুক্রবার বৈঠকে বসছেন বিসিসিআই কর্তারা৷ গুরুত্বপূর্ণ এই বৈঠকের পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেন বোর্ডের কর্মকর্তারা৷

কিন্তু আশঙ্কা থাকছে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ম্যাচ বয়কট করলে নির্বাসনের খাঁড়া ঝুলতে পারে ভারতের উপর৷ ভারতকে নির্বাসনে পাঠাতে পারে আইসিসি৷ সরকার সুত্রের খবর, আমাদের দেখতে হবে পাকিস্তানকে বয়কট করে আমাদের যেন নির্বাসিত হতে না হয়৷ পাশাপাশি অনেকেই মনে করেন ম্যাচ বয়কট করার অর্থ পাকিস্তানকে ওয়াক-ওভার দিয়ে দেওয়া৷ সুতরাং আমাদের ভেবেচিন্তে পা-ফেলা উচিত৷

সম্পর্কিত খবর

    পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি তুলেছেন অনেকেই৷ আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কটের দাবি করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং৷ পাকিস্তানের বিরুদ্ধে না-খেলেও ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে বলে মনে করেন ভাজ্জি৷

    কিন্তু ভাজ্জির এই মন্তব্যের পর বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন,হরভজন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ না-খেলা নিয়ে মন্তব্য করেছে৷ কিন্তু সেমিফাইনাল বা ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে ভারতের ম্যাচ ছেড়ে দেওয়া উচিত কিনা, তা নিয়ে পরিষ্কার করেনি৷ সুতরাং এখনই আমাদের ভারত-পাক ম্যাচের ভবিদ্বাণী করা ঠিক হবে না৷

    কিন্তু রেকর্ড বলছে, কার্গিল যুদ্ধ চলার সময়ও ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত৷ ১৯৯৯ বিশ্বকাপও হয়েছিল ইংল্যান্ডের মাটিতে৷ শুধু তাই নয়, এই ম্যানচেস্টারেই হয়েছিল ভারত-পাক লড়াই৷ ৪৭ রানে ম্যাচ জিতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রেখেছিল মহম্মদ আজহারউদ্দিনের ভারত৷

    ২২৭ রান তাড়া করতে নেমে মাত্র ৪৫ ওভারে ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান৷ ভারতীয় পেস জুটি ভেঙ্কটেশ প্রসাদ ও জাভাগল শ্রীনাথের সামনে আত্মসমপর্ণ করেছিলেন পাক ব্যাটসম্যানরা৷ মাত্র ২৭ রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন প্রসাদ৷ আর ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন শ্রীনাথ৷ এবারও পাকিস্তানকে হারিয়ে পুলওয়ামা হামলায় শহিদদের ম্যাচ উৎস্বর্গ করা উচিত বলে মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close