• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

না ফেরার দেশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার কৌতিনিয়ো

প্রকাশ:  ১৩ মার্চ ২০১৯, ০১:১৮
স্পো্টস ডেস্ক

ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার কৌতিনিয়ো ৭৫ বছর বয়সে নিজ বাড়িতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে হাসপাতাল থেকে ছাড়াও পান। কিন্তু সোমবার (১১ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৌতিনিয়ো ।‌

সম্পর্কিত খবর

    স্যান্টোসের এই কিংবদন্তি ফুটবলার ব্রাজিলের হয়ে ১৯৬০ থেকে ১৯৬৫ পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬টি। ১৯৬২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলে তার নাম ছিল। কিন্তু প্রতিযোগিতা শুরুর ঠিক আগে চোট পেয়ে ছিটকে যান। এরপর দলের সঙ্গে গোটা বিশ্বকাপে তিনি ছিলেন। সতীর্থ কৌতিনিয়োকে ভীষণ পছন্দ করতেন পেলে।

    স্যান্টোসের ফুটবল ইতিহাসে চিরকাল থেকে যাবেন কৌতিনিয়ো । ক্লাবের হয়ে ৪৫৭টি ম্যাচ খেলে ৩৬৮টি গোল করেছেন তিনি। পেলে এবং পেপের পরেই স্যান্টোসের গোলদাতাদের তালিকায় তার নাম রয়েছে। এই তিনজনের সঙ্গে ছিলেন ডরভাল। তাদের সময়ে স্যান্টোস বিশ্ব ফুটবল শাসন করেছে। খেলা ছাড়ার পর ১৯৮১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নানা ক্লাবে কোচিংও করিয়েছেন কৌতিনিয়ো ।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close