• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আপত্তিকর গোল সেলিব্রেশনের কারণে শাস্তি পেলেন রোনালদো

প্রকাশ:  ২২ মার্চ ২০১৯, ১০:৪৩
স্পোর্টস ডেস্ক

শাস্তির মুখে পড়তেই হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে৷ চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে পিছিয়ে থাাকা অবস্থায় রোনালদোর হ্যাটট্রিকে ম্যাচ জিতেছিল জুভেন্টাস৷ ম্যাচে হ্যাটট্রিক সম্পূর্ণ করে অশ্লীল ইঙ্গিতে সেলিব্রেশন করেছিলেন ক্রিশ্চিয়ানো৷ উল্লেখ্য প্রথম পর্বের ম্যাচে জুভেন্টাসকে ২-০ ব্যবধানে হারিয়ে আপত্তিকর সেলব্রিশন করেছিলেন অ্যাটলেটিকো বস সিমিওনে৷ বদলার ম্যাচ জিতে পাল্টা সেই একই আপত্তিকর ইঙ্গিতে সেলব্রিশন করেন রোনালদো৷ তারপর তার বিরুদ্ধে শাস্তির দাবি জোড়ালো হয়৷ শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারলেন না সিআর সেভেন৷

পুরো ম্যাচের ভিডিও খতিয়ে দেখে পর্তুগিজ তারকার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করল উয়েফা৷ আপত্তিকর গোল সেলিব্রেশনের জন্য অ্যাটলেটিকোর কোচ সিমিওনের বিরুদ্ধে ১৯.৬১০ হাজার ইউরো জরিমানা ঘোষণা করা হয়েছিল৷

সম্পর্কিত খবর

    এবার রোনালদোর বিরুদ্ধে শাস্তি স্বরূপ ২০ হাজার ইউরো জরিমানা করল উয়েফা৷ আপত্তিকর ইঙ্গিতের কারণে সামনের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে রোনাল্ডোকে ব্যান করার আশঙ্কা দেখা দিলেও কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে না সিআর সেভেনকে৷ উয়েফা শৃঙ্খলা আইনের ১১ (২) (বি) ও ১১ (২) (ডি) ধারা লঙ্ঘন করার রোনালদোকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে বলে উয়েফার শৃঙ্খলা রক্ষা কমিটির বিবৃতিতে জানানো হয়েছে৷

    শুধুমাত্র জরিমানার মধ্যে দিয়ে শাস্তি হওয়ায় এপ্রিলে আয়াক্সের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোনালদোকে পাওয়া নিয়ে কোনও সংশয় রইল না৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close