• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুমিল্লার জয়রথে ধাক্কা ঢাকার

প্রকাশ:  ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৬
স্পোর্টস ডেস্ক
মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএলে নিজেদের টানা তিন ম্যাচই জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার এ জয়রথকে থামিয়ে দিয়েছে মিনিস্টার ঢাকা।

বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৮১ রান করে ঢাকা। রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে অলআউট হয় কুমিল্লা। অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরষ্কার পান ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ওপেনার মোহাম্মদ শাহজাদ ফিরে যান ৬ রানেই। তিনে নামা ইমরানুজ্জামানও (১৫) সুবিধা করতে পারেননি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম সাজ ঘরে ফেরেন ৪৬ রানে। ৪১ বলে ৭০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিংসে কুমিল্লার হয়ে দু'টি উইকেট শিকার করেছেন তানভীর ইসলাম। একটি করে উইকেট নেন মোস্তাফিজ, শহীদুল ও করিম জানাত।

১৮১ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং লাইনআপের দুই স্তম্ভ লিটন দাস ও ফাফ ডু প্লেসিকে হারিয়ে আর পেরে উঠেনি কুমিল্লা। শূন্যরানে লিটন এবং ৮ রানে ফাফ ডু-প্লেসিস আউট হন।

এরপর অধিনায়ক ইমরুল কায়েস ও তরুণ মাহমুদুল হাসান জয় কুমিল্লাকে টানছিলেন। তৃতীয় উইকেটে ৭০ রান তোলেন দুজন। ইমরুল ২৩ বলে ২টি চার ১টি ছয়ে ২৮ রান করে আন্দ্রে রাসেলে বলে সরাসরি বোল্ড হলে পথ হারায় কুমিল্লা। পাঁচ বলের ব্যবধানে ফেরেন জয়ও। এরপর আর সেভাবে দাঁড়াতে পারেননি কেউ।

বাকি সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় কুমিল্লা। জয় ৩০ বল খেলে ৮টি চারের সাহায্যে ৪৬ রান করেন। এছাড়া করিম জানাতের ব্যাট থেকে এসেছে ১১ বলে ১৭ রান।

ঢাকার হয়ে ২.৩ ওভারে ১৭ রান খরচ করে আন্দ্রে রাসেল নিয়েছেন তিন উইকেট। ইবাদত হোসেন ২১ রান এবং কায়েস আহমেদ ২৭ রান খরচায় নিয়েছেন দুটি করে উইকেট।

পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান ইমরুল কায়েসদের কুমিল্লা ভিক্টোরিয়ানস। অন্যদিকে ৫ ম্যাচে ৩ হারে মাহমুদউল্লাহ রিয়াদের দলের অবস্থান চারে।

মিনিস্টার ঢাকা

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইমরানউজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), অ্যান্ড্রু রাসেল এবং কাইস আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও করিম জানাত।

পূর্বপশ্চিমবিডি/জেএস

কুমিল্লা ভিক্টোরিয়ান্স,মিনিস্টার ঢাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close