• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নাদিম

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৪
গাইবান্ধা প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক নাদিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। তিনি মহাজোট মনোনীত জাপা'র ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌশলগত কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হই। প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলার সর্বত্র প্রচার-প্রচারণা অব্যাহত রেখে ছিলাম। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি মহাজোট মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালাম।

তিনি আরো বলেন, আমি ভোটারদের অনুরোধ করবো যারা আমাকে সমর্থন জানিয়েছেন, তারা যেনো মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির লাঙল প্রতীকে ভোট দেন। এ ছাড়াও লাঙলকে ভোট দিয়ে আ.লীগকে পূণ:রায় ক্ষমতায় আনতে ভোটারদের আহ্বান করেন। তবে, ব্যালটে আমার কুড়াল প্রতীক থাকলেও সকল ভোটারদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, তারাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সামছুল হক, সা. সম্পাদক আব্দুস সামাদ খোকা ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রানা।

পিবিডি/পি.এস

গাইবান্ধা,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close